Logo
Logo
×

সকাল বেলার পাখি

মেঘের ছবি

Icon

খান মুহম্মদ হেলুয়ার

প্রকাশ: ২৮ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বৃষ্টি পড়ে

অকাতরে

খোকা মেলে ছাতা

গা ভিজে যায়

পা ভিজে যায়

শুকনো শুধু মাথা

খুব কাদা-জল

দারুণ পিছল

চোখে দেখে ধাঁধা

পড়ে ধপাস

এপাশ ওপাশ

গায়ের জামা যা-তা

অবশেষে ফিরে এসে

নিলো তুলি খাতা

মেঘের ছবি

আঁকে সবই

জুড়ে পুরো পাতা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম