|
ফলো করুন |
|
|---|---|
বৃষ্টি পড়ে
অকাতরে
খোকা মেলে ছাতা
গা ভিজে যায়
পা ভিজে যায়
শুকনো শুধু মাথা
খুব কাদা-জল
দারুণ পিছল
চোখে দেখে ধাঁধা
পড়ে ধপাস
এপাশ ওপাশ
গায়ের জামা যা-তা
অবশেষে ফিরে এসে
নিলো তুলি খাতা
মেঘের ছবি
আঁকে সবই
জুড়ে পুরো পাতা।
|
ফলো করুন |
|
|---|---|
বৃষ্টি পড়ে
অকাতরে
খোকা মেলে ছাতা
গা ভিজে যায়
পা ভিজে যায়
শুকনো শুধু মাথা
খুব কাদা-জল
দারুণ পিছল
চোখে দেখে ধাঁধা
পড়ে ধপাস
এপাশ ওপাশ
গায়ের জামা যা-তা
অবশেষে ফিরে এসে
নিলো তুলি খাতা
মেঘের ছবি
আঁকে সবই
জুড়ে পুরো পাতা।