Logo
Logo
×

সকাল বেলার পাখি

তোমাদের লেখা

দুষ্টু রাজা ও মিষ্টি পাখি

Icon

নাবিলা সালসাবিল আদিবা

প্রকাশ: ২৮ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

একদা এক রাজ্যে বাস করত এক দুষ্টু রাজা। সে ছিল অনেক অহংকারী। সেই রাজ্যের এক জঙ্গলে বাস করত এক মিষ্টি পাখি। তার ছিল অনেক বুদ্ধি ও সুমধুর কণ্ঠ। সে তার দুটি ছোট ছানাদের নিয়ে সুখে শান্তিতে বসবাস করত। সে মাঝে মাঝে তার ছানাদের খাবার সংগ্রহ করতে এদিক-ওদিক ঘুরে বেড়াত ও তার সুমধুর কণ্ঠে গান গাইত। একদিন সে খাবার সংগ্রহের জন্য রাজবাড়িতে গেল। সে যখন রাজবাড়ির বাগান থেকে খাবার সংগ্রহ করছিল তখন সে মনের সুখে গান করতে লাগল। সেসময় রাজা ও তার মন্ত্রী দুজনেই বাগানে ঘুরতে এসেছিল। তখন রাজার কানে ভেসে এলো মিষ্টি কণ্ঠে এক গান। সে দেখল বাগানের এক গাছের ডালে বসে এক পাখি গান করছে। তখন রাজা পাখির কাছে গেল, আর পাখিকে বলল। মিষ্টি পাখি তোমার গান আমার অনেক ভালো লেগেছে। তুমি আজ থেকে আমার রাজবাড়িতে থাকবে এবং প্রতিদিন আমাকে গান শোনাবে। পাখিটা এ প্রস্তাবে রাজি হলো না। পাখি বলল আমি আমার ছানাদের নিয়ে ভালো আছি।

আমি কারও কাছে বন্দি হয়ে থাকতে চাই না। এ কথা বলে পাখি উড়ে চলে গেল। অহংকারী রাজা কিছুতেই তা মেনে নিতে পারছিল না। রাজা রেগে গিয়ে প্রহরীদের আদেশ দিল পাখি ও তার ছানাদের বন্দি করে নিয়ে আসতে। প্রহরী তাই করল ও তার ছানাদের বন্দি করে রাজার কাছে নিয়ে এলো। রাজা পাখিকে বলল তুমি যদি আমায় প্রতিদিন গান না শোনাও তাহলে আমি তোমার ছানাদের মেরে ফেলব। পাখির ছানারা তখন অনেক ছোট ছিল তারা উড়তে জানত না। তাই পাখিরও কিছুই করার ছিল না। সে তার ছানাদের বাঁচাতে রাজার প্রস্তাবে রাজি হলো। রাজাকে প্রতিদিন গান শুনাত পাখি। এভাবে দিন কাটতে লাগল, পাখির ছানারাও বড় হতে লাগল আর মিষ্টি পাখিরও বয়স হতে লাগল। একদিন রাজা মন্ত্রীকে বলল, মন্ত্রী পাখির বয়স হয়েছে। সে আর আগের মতো ভালো গান গাইতে পারে না। তাই ভাবছি পাখি ও তার ছানাদের এবার রান্না করে খাব। মন্ত্রী বলল ঠিক বলেছেন রাজা মশাই তাই করুন। তখন রাজা জানত না পাখি আড়াল থেকে তাদের কথা শুনে ফেলছে। পাখি অনেক কষ্ট পেল। চিন্তিত হয়ে পড়ল তখন ছানাদের নিয়ে কিছু পরিকল্পনা করল। এবং রাজাকে বলল রাজামশাই অনেকদিন তো হলো এককক্ষে বসে আপনাকে গান শুনাচ্ছি। তাই আজ বাগানে বসে আমার ছানাদের নিয়ে নেচে নেচে আপনাকে গান শুনাতে চাই। রাজাও রাজি হয়ে গেল। পাখি ও তার ছানাদের খাঁচা থেকে মুক্ত করে দিল গান ও নাচ দেখার আশায়। কিন্তু পাখির পরিকল্পনা ছিল অন্য কিছু। সে মুক্ত হয়ে তার ছানাদের নিয়ে উড়ে গেল অনেক দূরে। ওই রাজ্য ছেড়ে অন্য এক রাজ্যে। রাজা ও তার প্রহরীরা অনেক খুঁজল। পাখি ও তার ছানাদের। কিন্তু পাখির নাগাল আর পেল না। অবশেষে পাখি ফিরে পেল তার স্বাধীনতা। হ

নাবিলা সালসাবিল আদিবা।

তৃতীয় শ্রেণি,

সালেমুন্নেছা একাডেমি

এয়ারপোর্ট, ঢাকা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম