বই আলোচনা
মানুষের চন্দ্রবিজয়
ছোটদের জন্য মজার বই
ফোরকান উদ্দিন ফয়সাল
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, মহাশূন্যসহ মহাবিশ্বের গোপন তত্ত্ব আবিষ্কারের আগ্রহ মানুষের সব সময়ের। হয়তো কেউ এ রহস্য উন্মোচনে পাড়ি জমায় গ্রহ থেকে গ্রহান্তরে, আবার কারোর এটি স্বপ্নই থেকে যায়। রোজ সকালে আমরা দেখি, পুব আকাশে থালার মতো এক সূর্য উঠছে হেলেদুলে। ধীরে ধীরে সে তেজদীপ্ত হতে থাকে। বিকালবেলায় সেই তেজদীপ্ত সূর্যটি কোমল হয়ে সন্ধ্যায় বিলীন হয়ে যায়। রাতের অন্ধকার আকাশে জেগে ওঠে নক্ষত্রের আলো। নীল আকাশের বুকে হেসে ওঠে অযুত তারার রুপালি মুখ। এ যেন এক রহস্য! এ রহস্যের যেন অন্ত নেই। কিন্তু তার পাশে ওই যে চাঁদ; কখনো কৃষকের বাঁকা কাঁচির মতো সরু, কখনো ফালা ফালা তরমুজের এক একটা খণ্ড, কখনো বা থালার মতো বিশাল-রহস্যের হাতছানি দিয়ে মানুষকে ডাকছে হাজার বছর ধরে। হাজার হাজার বছর ধরে মানুষও অবাক হয়ে তাকিয়ে দেখছে চাঁদের এ রহস্যময় হাতছানি।
আচ্ছা, মনে প্রশ্ন জাগে না, চাঁদ কি বিদ্যুৎ দিয়ে জ্বলে, নাকি সোলারের সাহায্যে? না, এতদূর তো বিদুৎ সরবরাহ করা সম্ভব নয়! তাহলে কি সোলারের সাহায্যে জ্বলে? হ্যাঁ, অনেকটা সে রকমই। চাঁদের নিজস্ব কোনো আলো নেই। সূর্যের আলোই চাঁদ প্রতিফলন করে।
অনেকের তো স্বপ্ন জাগে রাতের আঁধার ভেদ করে আলো বিলানো এই চাঁদের রাজ্যের পাড়ি দিতে! কিন্তু কবে থেকে মানুষ এ চাঁদরাজ্যে যাওয়া শুরু করল? চাঁদে কীভাবে যাওয়া যায়? কারা প্রথমে চাঁদরাজ্যে পদার্পণ করেন? মানুষের চন্দ্রাভিযান সম্পর্কিত এ ধরনের নানা প্রশ্নের জট খুলতে ডুব দিতে হবে ‘মানুষের চন্দ্রবিজয়’ বইটিতে। দেশবরেণ্য কবি মুকুল চৌধুরী ‘মানুষের চন্দ্রবিজয়’ বইটি লিখেছেন। দেশের অন্যতম প্রকাশনী ‘কৈশোর পাবলিকেশন’ প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন এইচ আমিন। বইটির বহুল প্রচার ও প্রসার আশা করছি। বই : মানুষের চন্দ্রবিজয়। লেখক : মুকুল চৌধুরী। প্রকাশনী : কৈশোর পাবলিকেশন। মূল্য : ১৭০ টাকা।
