|
ফলো করুন |
|
|---|---|
বর্ষা এলে শাপলা খুশি
কলমি হাসে ঝিলে
খুশি মনে সুবাস ছড়ায়
কদম, চাঁপা মিলে।
বর্ষা এলে ময়ূর খুশি
পেখম তুলে নাচে
বউ-কথা-কও খুশি মনে
ডাকে কাঁঠাল গাছে।
বর্ষা এলে বধূ খুশি
পানসি নায়ে চড়ে
ঢেউয়ের তালে ঘোমটা খুলে
যায় যে বাপের ঘরে।
বর্ষা এলে পড়শী খুশি
পুতুল দেবে বিয়ে
পিয়ান খুশি স্কুলে যাবে
ছাতা মাথায় দিয়ে।
