বই আলোচনা
মন খারাপের দিনকে দিলাম ছুটি
ছোটদের জন্য মজার বই
রকিবুল ইসলাম
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ছোট বন্ধুরা, আজ তোমাদের জানাব কিশোর কবিতার চমৎকার একটি বইয়ের পরিচিতি। বইটির নাম ‘আলোর নাচন পাতায় পাতায়’। বইটি লিখেছেন তোমাদের প্রিয় ছড়াকার ও শিশুসাহিত্যিক নাসিরুদ্দীন তুসী। সুন্দর এ বইটি প্রকাশ করেছে ‘ছায়াবীথি’ নামক প্রকাশনা প্রতিষ্ঠান।
বন্ধুরা, এবার এসো বইয়ের কয়েকটি কবিতা সম্পর্কে ধারণা নেওয়া যাক। কবি তার হারানো বোনকে খুঁজতে গিয়ে লিখে ফেললেন প্রথম কবিতা! প্রথম মানে এ বইয়ের প্রথম কবিতা। বোনের সঙ্গে লেখকের কতশত স্মৃতি-অনুভূতি কবিতায় তুলে ধরেছেন! কবি লিখলেনক্স
‘ও প্রিয় বোন, বোন রে আমার ছোট্ট মায়াবতী,/আর কিছুদিন থাকলে কাছে কার হতো কী ক্ষতি!’
কী মায়াবী আর আবেগময় উচ্চারণ! বোনকে হারানোর ব্যথা যে কী, তা সবাই বুঝতে পারে না। যিনি হারিয়েছেন, তিনিই বুঝবেন এর মর্মবেদনা। এভাবেই শুরু হয়েছে কবির কবিতা বোনা। আকাশ শিরোনামে কবি লিখলেন চমৎকার এক শরৎময় কবিতা। তিনি লিখলেনক্স
‘জোছনাপরির পাখায় পাখায়/কাশফুলেরা স্বপ্ন মাখায়/পাখির গানে গানে-/শিউলিসকাল আনতে যাব দূরের অভিযানে।’
কী স্বপ্নময় কথামালা! মনের অজান্তেই মনটা হারিয়ে যায় স্বপ্নময় কাব্যিক জগতে। কবি তার বন্ধু বকুলকে নিয়ে লিখলেন অমর কবিতাখানা। একজন বকুল হয়ে উঠলেন হাজারও মুক্তিকামী বকুল। তিনি লিখলেনক্স
‘হয় তো সবাই ভুলেছে তার আত্মত্যাগের কথা,/হাজার বকুল যুদ্ধ করে আনলো স্বাধীনতা।’
স্বদেশের মুক্তির জন্য যে বকুলরা জীবন দিলেন, তাদের সৌরভে সুরভিত হলো স্বাধীনতার বিজয়মালা। মা ভালোবাসার চিরন্তন আশ্রয়স্থল। মা ছাড়া মায়াময় পৃথিবীতে নেমে আসে অন্ধকার। আবার মায়ের ভালোবাসায় পৃথিবীতে আলোর ঝরনাধারা বয়ে যায়।
‘মায়ের আদর এই জীবনের শ্রেষ্ঠতম স্মৃতি/মা ছাড়া আর কোথায় পাবে, মায়ের স্নেহ-প্রীতি!’
কবি নদীর বর্ণনা দিতে গিয়ে অপরূপ সুন্দর এক নদীর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। নদীর নাম সন্ধ্যানদী। তিনি লিখলেনক্স
‘উড়ে যায় গাঙচিল,
হাসে যেন খিলখিল-
চঞ্চল ঢেউ তুলে দুপুরের নদী
ছলছল ঝলমল বয় নিরবধি।’
এমনই সব মন মাতানো কবিতা রয়েছে বইটিতে। শুধু কবিতা নয়, বইয়ের পাতাজুড়ে রয়েছে শিল্পী আজিজুর রহমান ও তারিক ফেরদৌস খানের আঁকা অনিন্দ্য সুন্দর অলংকরণ। বইটিতে মন জুড়ানো মোট ৩০টি কিশোর কবিতা রয়েছে। কবিতার শিরোনামগুলোও অসাধারণ। বইয়ের নাম যেমন, তেমন কবিতার নাম! তোমরা যদি পড় তবে তোমাদেরও ভালো লাগবে। অতএব, বইটি সংগ্রহ কর- তারপর পড়।
বই : আলোর নাচন পাতায় পাতায়। লেখক : নাসিরুদ্দীন তুসী। প্রকাশক : ছায়াবীথি। মূল্য : ১৮০ টাকা।
