|
ফলো করুন |
|
|---|---|
বর্ষায় মেঘরাশি আসমানে ওড়ে
মাঝে মাঝে বিদ্যুৎ চমকায় জোরে।
অবিরাম বৃষ্টিরা ঝর ঝর ঝরে,
খাল বিল নদীনালা জলে যায় ভরে।
নাও ছোটে তর তর ভরা নদী বুকে,
মাঝিগণ ভাটিয়ালি গান গায় সুখে।
জলতলে মাছগুলো চলাফেরা করে,
মাছুয়ারা কৌশলে জাল ফেলে ধরে।
পথ ঘাট পিচ্ছিল চলাফেরা দায়,
পথিক আছাড় খেয়ে করে হায় হায়।
ধানক্ষেত পাটক্ষেত জলে ভর ভর
তাই দেখে কৃষকের খুশি অন্তর।
কাটে ধান গায় গান আনন্দ ভরে
কাঁচা সোনা যেন তারা নিয়ে আসে ঘরে।
ছন্দেরা দোলা দেয় অন্তর তলে
কবিগণ কবিতার খাতা লিখে চলে।
