Logo
Logo
×

সকাল বেলার পাখি

ছড়াকবিতা

মাহেরীন

Icon

জুলফিকার শাহাদাৎ

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মাহেরীন তুমি মানবিক ফুল, তুমি যে শীতল বায়ু

তুমি চেয়েছিলে স্বর্গ শিশুদের বাড়িয়ে দিতে আয়ু!

তুমি আগুনের ঘ্রাণ চুষে নিতে সামনে দাঁড়ালে, থির

তুচ্ছ ভেবেছ নিজের জীবন, তুমি মানবিক বীর।

ফুল বাগানের মালি ছিলে তুমি ফুলের যত্ন নিতে

পড়েছিলে তুমি শীতল চাদর, স্নেহময়-সাদা ফিতে

সেই ফিতাতেই বেঁধেছিলে তুমি হাজারো ফুলের মালা

মাহরিন তুমি রুখতে চেয়েছ আগুনের কারবালা।

আগুনের তাপে পুড়েছ একাকী, ধোঁয়াতে মুছেছ চোখ

ফুলকে বাঁচাতে লড়াই করেছ ভুলেছ, বেদনা শোক

লড়াইয়ে তুমি হারতে পারো না, তুমি বাগানের মালি

মাহেরীন তুমি মানবিক ফুল, তোমাকেই হাততালি।

তুমি জীবনের অর্থ খুঁজেছ, এ জীবন সে তো তুচ্ছ-

লাখো জীবনের গ্রহ তারা হয়ে থাকতে চেয়েছ উচ্চ

তুমি যে মহান, তুমি মহীয়সী তুমি উজ্জ্বল দিন

বাংলাদেশের পতাকায় লেখা মানবিক মাহেরীন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম