Logo
Logo
×

সকাল বেলার পাখি

পাখির কণ্ঠে গান

Icon

শাহজালাল সুজন

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নতুন ভোরে রবির আলো

মিষ্টি করে হাসে,

শাল বনেতে পাখি যেন

আনন্দ উদ্ভাসে।

কিচিরমিচির সুর ধরেছে

সবুজ টিয়া পাখি,

দোয়েল নাচে লেজ নাড়িয়ে

ডাগর ডাগর আঁখি।

নদীর ঘাটে হিজল গাছে

মাছরাঙাদের হাঁক,

ডোরাকাটা দেশি পুঁটির

চলে মাছের ঝাঁক।

হাঁসের ছানা সাঁতার কাটে

নদীর জলে তান,

পুবালী বাও ছড়িয়ে দেয়

পাখির কণ্ঠে গান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম