Logo
Logo
×

সকাল বেলার পাখি

ছড়াকবিতা

জুলাইয়ের গল্প

Icon

জাকির আবু জাফর

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আবু সাঈদ বিপ্লবী এক বাংলাদেশের

বিপ্লবীদের গল্পগুলো দুঃসাহসের!

বুলেট-বৃষ্টি কিংবা বাধার পাহাড় ঠেলে

জগৎটাকে ধাঁধিয়ে তোলে দুহাত মেলে।

মৃত্যুকেও নেই পরোয়া থামবে না সে

স্বৈরাচারী রাখবে না আর বাংলাদেশে।

বুকের ভেতর প্রতিবাদের বারুদ ভরা

মুখের বুলি, বুলেট থেকেও আগুনঝরা।

বুক কাঁপে না মন কাঁপে না একটু যাদের

বাংলাদেশের বুকের মতো বুকটি তাদের।

সেই সে বুকে বিদ্রোহী মন বলছে কথা

বিপ্লবীদের সব’চে প্রিয় স্বাধীনতা!

স্বাধীনতার প্রশ্নে তারা পাহাড়সম

স্বাধীন জাতি এই পৃথিবীর অন্যতম।

তারাই বোঝে সার্বভৌম মান অপমান

তাদের কাছে জীবন মৃত্যু সমান সমান।

তাই তো তাদের মৃত্যু নিয়ে ভাবনা নেহি

হাজার লোকের শ্রদ্ধা নিয়ে হয় বিদেহী।

একটি মাত্র জুলাই এলো ছত্তিরিশের

সেই জুলাইয়ের গল্পগুলো বাংলাদেশের।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম