ফিচার
বর্ষায় যেসব ফুল ফোটে
সাধন সরকার
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বর্ষা মানেই হরেক রকম সুগন্ধি ফুলের সমাহার। এ সময় নানা রকম ফুল ফোটে। বর্ষায় ফোটা ফুলগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো-কদম, কেয়া, বেলি, কামিনী, বকুল, স্পাইডার লিলি, দোলনচাঁপা, ঘাসফুল, অলকানন্দ, পর্তুলিকা, নয়নতারা, মোরগঝুঁটি, কলাবতী, রজনীগন্ধা, মালতিলতা, চালতা, জুঁই, সন্ধ্যামালতি, কলমি, গুলনার্গিস, দোপাটি, শাপলা ও পদ্ম প্রভৃতি।
কদম ফুল প্রকৃতির সৌন্দর্য বাড়িয়ে দেয়। কদম গাছ দীর্ঘাকৃতির ও শাখা-প্রশাখাবিশিষ্ট। এ ফুলের আদি নিবাস ভারত ও চীন। কদমের নজরকাড়া সৌন্দর্যে মুগ্ধ হয় সবাই। শহর-গ্রাম সব জায়গায় দেখা মিলবে কদমের। শহরের পার্ক ও উদ্যানে কদমগাছ চোখে পড়ে। বর্ষায় চিরসবুজ চালতা গাছের রূপ বহুগুণে বাড়িয়ে দেয় তার সাদা সাদা ফুল। চালতা ফুল আকারে বেশ বড়। দেখতে খুবই মনোহারি। আবার ঝুম বৃষ্টির দিনে দোলনচাঁপা বাতাসে ছড়ায় বিমুগ্ধ সৌরভ। বর্ষায় বেলি ও বকুলের সৌরভ ভেসে আসে বহুদূর থেকে। সুবাসিত বকুল ফুল শুকিয়ে গেলেও সুবাস ছড়ায় অনেক দিন পর্যন্ত।
বর্ষার আরেক সৌন্দর্য জলজ ফুল। শাপলা-শালুক-পদ্ম মূলত বর্ষাকালের ফুল। আমাদের জাতীয় ফুল শাপলা। খাল, বিল, ঝিল, ডোবা-নালা, পুকুর ও জলাশয়ে শাপলা ফুটে থাকার দৃশ্য সহজেই চোখে পড়ে। আমাদের দেশে সাধারণত সাদা, গাঢ় লাল, নীল ও গোলাপি রঙের শাপলা বেশি দেখা যায়। শাপলা ও পদ্ম বিলের সৌন্দর্য ছোট-বড় সবাইকে বিমোহিত করে। বাংলাদেশের বিভিন্ন স্থানে শাপলা ও পদ্মর বিল রয়েছে। অনেকেই শাপলার সঙ্গে পদ্মকে মিলিয়ে ফেলে। কিন্তু শাপলা ও পদ্ম দুটিই ভিন্ন ফুল। এদের আকারগত পার্থক্য রয়েছে। পদ্মের সুবাস শাপলার চেয়ে তুলনামূলক বেশি। দুটোরই ফুল ও পাতা আলাদা। পদ্মফুলের পাপড়িগুলো চিকন ও লালচে হয়। পদ্মে এক জাতীয় ফল হয়। পদ্মকে বলা হয় জলজ ফুলের রানি! পদ্ম কিংবা শাপলা ফুল উৎপাদন করা লাগে না। প্রাকৃতিকভাবে বর্ষাকালে বিল-জলাশয়ে এগুলো হয়ে থাকে। এর বিভিন্ন নামের মধ্যে উল্লেখযোগ্য হলো-কমল, শতদল, শরজ, নলিনি, সহস্রদল, মিনাল, পঙ্কজ ইত্যাদি।
প্রকৃতির আরেক নান্দনিক সৌন্দর্য কচুরিপানা ফুল। গ্রামাঞ্চলের খাল, বিল ও জলাশয়ে প্রচুর কচুরিপানার দেখা মেলে। বাদল দিনের ফুল জুঁই ও মালতির সুগন্ধে মেতে ওঠে না-এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। এ ঋতুতে শ্বেতশুভ্র দোলনচাঁপা তীব্র সুগন্ধের মাধ্যমে তার অস্তিত্ব জানান দেয়। পড়ার বই বা ছবিতে দেখা ফুলের আসল সৌন্দর্য দেখতে হলে বর্ষার বিভিন্ন ফুলের দিকে তাকালেই চিরচেনা সে রূপ চোখে পড়বে।
