সাদিককে তার মতোই থাকতে দিন: জুলকারনাইন সায়ের
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:১০ এএম
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েমকে ভূয়সী প্রশংসা করেছেন আল-জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি।
নিজ প্রয়োজনে সাদিক কায়েমকে ব্যবহার না করার জন্য সকলকে অনুরোধও করেছেন তিনি।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া তিনটায় ফেসবুক ইনফ্লুয়েন্সার সাদিকুর রহমান খানের পুরনো একটি পোস্ট শেয়ার করে সায়ের এসব কথা লিখেছেন।
জুলকারনাইন সায়ের লিখেছেন, ‘সাদিক তার নিজ যোগ্যতায় এতদূর পর্যন্ত এসেছে। আমি যখন তাকে স্নেহের সাদিক বলে পরিচয় করাই, তখন অনেক কটু কথাই আমাকে শুনতে হয়েছে। কিন্তু আজ সাদিক প্রমাণ করেছে তার বিষয়ে আমি এতটুকুও বাড়িয়ে বলিনি। আমার আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে সাদিককে তার মতোই থাকতে দিন। তোষামোদ বা অহেতুক স্তুতি বা নিজ প্রয়োজনে তাকে ব্যবহার করে ছেলেটার আত্মবিশ্বাসে চিড় ধরাবেন না।’
শেয়ার করা পোস্টে সাদিকের নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুল ইসলাম খানকেও শুভেচ্ছা জানিয়েছেন সায়ের। লিখেছেন, ‘সাদিকের নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদ, তোমাকেও অনেক শুভেচ্ছা। নিজ যোগ্যতার প্রমাণ তুমি দিয়েছো। তোমার বলিষ্ঠ কন্ঠ ও নেতৃত্বের গুণ অক্ষুণ্ন থাকুক, সেটাই প্রার্থনা করি। কাঁধে-কাঁধ মিলিয়ে স্বপ্নের বাংলাদেশ গড়ে তোল একসাথে।’
এদিকে সায়েরের শেয়ার করা পোস্টটিতে সাদিকুর রহমান খান লিখেছিলেন গত ২১ ফেব্রুয়ারি, যখন সায়ের জুলাই গণঅভ্যুত্থানে তৎকালীন ঢাবি শিবিরের সভাপতি সাদিক কায়েমের ভূমিকা প্রথমবারে মতো প্রকাশ্যে আনেন।
