Logo
Logo
×

সোশ্যাল মিডিয়া

ইনস্টাগ্রামে রিলস থেকে যেভাবে আয় করবেন

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০২:৪৩ পিএম

ইনস্টাগ্রামে রিলস থেকে যেভাবে আয় করবেন

প্রতীকী ছবি

ইনস্টাগ্রাম রিলস দেখে সময় কাটানোর দিন শেষ। এ কথা এখন আর বলার উপায় নেই। কারণ এখন আপনি প্রতি মাসে পার্সোনাল অ্যাকাউন্টকে বিজনেস অ্যাকাউন্টে সুইচ করে মোটা টাকা আয় করতে পারবেন। এই প্ল্যাটফর্মে ইউটিউব কিংবা ফেসবুকের মতো আয় করার কাঠামো না থাকলেও ব্র্যান্ড পার্টনারশিপ, প্রোডাক্ট বিক্রি এবং রিলস বোনাস থেকে ভালো টাকা উপার্জন করার সুযোগ রয়েছে। এখন থেকে আপনি চাইলে ইনস্টাগ্রামেও চ্যানেল খুলতে পারবেন।  ইউটিউবকে টেক্কা দিতে দুর্ধর্ষ ফিচার নিয়ে হাজির হচ্ছে মেটা। 

এদিকে ধীরে ধীরে ইনস্টাগ্রাম ব্যবহারকারীর সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। অনেকেই ইনস্টাগ্রামকে ব্যবহার করে টাকা ইনকামের একটি মাধ্যম হিসাবে চাইছেন। কেউ যদি সদ্য কনটেন্ট ক্রিয়েটর হিসাবে ইনস্টাগ্রামে এসে থাকেন, তবে তারাও ভালো টাকা উপার্জন করতে পারবেন।

কিন্তু ইনস্টাগ্রামে আয় করা সম্ভব হলেও কীভাবে এবং কত টাকা আয় করা সম্ভব, সে বিষয়ে অনেকেই জানেন না। অনেকের মনে কৌতূহল— ইনস্টাগ্রামে কত ফলোয়ার্স থাকলে আয় করা যায়?  এমন প্রশ্নের উত্তর জেনে নিন।

ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ক্যাটাগরি

১ হাজার থেকে ১০ হাজার ফলোয়ার্স– ন্যানো ইনফ্লুয়েন্সার

১০ হাজার থেকে ১ লাখ ফলোয়ার্স– মাইক্রো ইনফ্লুয়েন্সার

১ লাখ থেকে ১০ লাখ ফলোয়ার্স– ম্যাক্রো ইনফ্লুয়েন্সার

১০ লাখের বেশি ফলোয়ার্স – মেগা অথবা সেলিব্রিটি ইনফ্লুয়েন্সার

যেভাবে ইনস্টাগ্রাম থেকে আয় করবেন

ব্র্যান্ড পার্টনারশিপ

পরিসংখ্যান অনুযায়ী, ১০ জনের মধ্যে সাতজন মানুষ সামাজিক মাধ্যমে ভরসা করে প্রোডাক্ট কেনার জন্য। তাই একাধিক সংস্থা ইনফ্লুয়েন্সারদের সঙ্গে পার্টনারশিপ করে সেই পণ্যের বিজ্ঞাপন চালিয়ে দেয়। এ ক্ষেত্রে সবচেয়ে বেশি আয় করতে পারেন মাইক্রো, ম্যাক্রো এবং মেগা ইনফ্লুয়েন্সাররা।


আর হেলথ, ফিটনেস, ট্রাভেল, ফ্যাশন, বিজনেস, লাক্সারি ইত্যাদি ক্যাটাগরিতে সবচেয়ে বেশি উপার্জন করা সম্ভব। একটি সমীক্ষায় ৪২ শতাংশ ইনফ্লুয়েন্সার বলেছেন, তারা প্রতি পোস্ট বা রিলসের জন্য ২০০-৪০০ ডলার চার্জ করে থাকেন।

১. প্রোডাক্ট বিক্রি

আপনার যদি নিজস্ব বিজনেস থাকে, তাহলে আপনি ইনস্টাগ্রামে সেই প্রোডাক্ট বিক্রি করেও টাকা ইনকাম করতে পারবেন। এ ক্ষেত্রে যে বিষয় খেয়াল রাখতে হবে, তা হলো— অডিয়েন্সদের প্রোফাইলের সঙ্গে যুক্ত রাখা। এর জন্য নিয়মিত পোস্ট এবং রিলস আপলোড করতে হবে অ্যাকাউন্ট থেকে।

২. ইনস্টাগ্রাম বোনাস

একটি নির্দিষ্ট ফলোয়ার্স অতিক্রম করার পর আপনার অ্যাকাউন্ট Monetization করতে পারবেন। সম্প্রতি একাধিক ক্রিয়েটরের জন্য ইনস্টাগ্রাম রিলস বোনাস হিসাবে ১০ হাজার ডলার বরাদ্দ করেছে ইনস্টাগ্রাম। আকর্ষণীয় রিলস আপলোড করে প্রতি মাসে ৭.৪ লাখ টাকা পর্যন্ত উপার্জন করার সুযোগ দিচ্ছে এই অ্যাপটি।

ইনস্টাগ্রামে কত টাকা আয় করা যায়?

ন্যানো ইনফ্লুয়েন্সার প্রতি পোস্টে ৪ থেকে ১৬ হাজার টাকা আয় করতে পারবেন। মাইক্রো ইনফ্লুয়েন্সাররা প্রতি পোস্টে ১৬ হাজার থেকে ৩০ হাজার টাকা। ম্যাক্রো ইনফ্লুয়েন্সার প্রতি পোস্টে ৩৫ হাজার টাকা থেকে ৬০ হাজার টাকা এবং মেগা ইনফ্লুয়েন্সার প্রতি পোস্টে ১ লাখ টাকার অধিক আয় করতে পারবেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম