Logo
Logo
×

সোশ্যাল মিডিয়া

আসিফ মাহমুদের ফেসবুক পেজ রিমুভের কারণ কী

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৫ পিএম

আসিফ মাহমুদের ফেসবুক পেজ রিমুভের কারণ কী

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবের অফিসিয়াল ফেসবুক পেজ সম্প্রতি মেটা কর্তৃপক্ষ দ্বারা সরিয়ে দেওয়া হয়েছে। ওই পেজে ৩০ লাখেরও বেশি ফলোয়ার ছিল।

জানা গেছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে নিয়ে করা একটি পোস্টের কারণে পেজটি রিপোর্ট করা হয়, যা শেষ পর্যন্ত পেজটি বন্ধ হওয়ার কারণ হয়ে দাঁড়ায়।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

পোস্টে তিনি লিখেছেন, ‘ওসমান হাদি ভাইয়ের সঙ্গে সম্পর্কিত সব পোস্ট ও ভিডিওতে স্ট্রাইক এবং সংঘবদ্ধ রিপোর্ট করার ফলে আমার অফিসিয়াল পেজ (৩০ লাখের বেশি ফলোয়ার) রিমুভ করা হয়েছে।’

তিনি আরও জানিয়েছেন, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক শেয়ার করে পেজটিতে সংঘবদ্ধ রিপোর্ট দেওয়া হয়েছিল। হাদি ভাইকে নিয়ে থাকা তিনটি ভিডিওতেও স্ট্রাইক হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম