বুদ্ধি খাটিয়ে সিংহের মুখ থেকে বেঁচে ফিরল কুকুর, ভিডিও ভাইরাল
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ৩০ মে ২০১৯, ০৭:২৭ এএম
|
ফলো করুন |
|
|---|---|
জীবজন্তুর শিকার, বেঁচে থাকা ও তাদের কার্যকলাপ বিষয়ে মানুষের আগ্রহ সীমাহীন। মাঝেমধ্যে পশুপাখিদের নানা আচরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
এবার তেমনি একটি ভিডিও ভাইরাল হলো, যেখানে সিংহের মুখ থেকে এক কুকুরের পালিয়ে বাঁচার দৃশ্য দেখা গেছে।
নিজের অভিনয় আর পালের অন্যান্য কুকুরের সংঘবদ্ধ প্রচেষ্টায় রক্ষা পায় কুকুরটি।
গত ১৬ মে ইউটিউবে শেয়ার করা হয় ভিডিওটি। এরই মধ্যে ২৭ লাখেরও বেশি মানুষ ভিডিওটি দেখে ফেলেছে।
জানা গেছে, হুয়াঙ্গে ন্যাশনাল পার্ক নামের জিম্বাবুয়ের একটি সাফারি পার্কের এ ঘটনা এটি।
বন্যপ্রাণীদের বিচরণ দেখতে পার্কটিতে প্রতিদিনই দর্শনার্থীর ভিড় জমে। সেখানে বনের প্রাকৃতিক পরিবেশে এসব প্রাণী রাখা হয়েছে। প্রায়ই সিংহের শিকার করার দৃশ্য দেখতে পান দর্শনার্থীরা।
এবার সেই পার্কে দর্শনার্থীরা দেখল, সিংহের গ্রাস থেকে এক কুকুরের বুদ্ধি খাটিয়ে বেঁচে ফেরার দৃশ্য।
জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের ওয়েবসাইটে প্রকাশিত ওই ভিডিওতে দেখা গেছে, এক বুনো কুকুরের ঘাড়ে কামড় দিয়ে আছে এক সিংহ৷ কুকুরটি নিজের শরীর নড়াচড়া করতে পারছে না৷ এ সময় সজাতিকে বাঁচাতে পালের অন্য কুকুরগুলো নানাভাবে সিংহকে বাধা দিচ্ছিল।
এরই মধ্যে কুকুরটি নিজের দেহকে এমনই অসাড় করে ফেলে যে, সিংহের মনে হয় মুখের কুকুরটি মরে গেছে।
বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে মুখ থেকে ফেলে বাধা দিতে থাকা অন্য কুকুরগুলো তাড়া করে। আর এই সুযোগে মৃতের ভান করা কুকুরটি এক ছুটে সিংহের সীমানা ছাড়িয়ে দূরে চলে যায় ও নিজেকে নিরাপদ করে৷
দেখুন সেই ভিডিওটি:
