Logo
Logo
×

সোশ্যাল মিডিয়া

এই সরকারের প্রতি জনগণের আস্থা কখনোই তৈরি হবে না: ভিপি নুর

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫৯ এএম

এই সরকারের প্রতি জনগণের আস্থা কখনোই তৈরি হবে না: ভিপি নুর

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের প্রতি জনগণের কখনোই আস্থা তৈরি হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর।

ঢাকার দুই সিটি নির্বাচনের ভোট নিয়ে শনিবার নিজের ফেসবুক পেজে এমন মন্তব্য করেন তিনি। 

ভিপি নুর বলেন, ‘৩০ ডিসেম্বরের মধ্যরাতের ভোট ডাকাতির সরকারের প্রতি জনগণের আস্থা কখনোই তৈরি হবে না। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন সেটি আমাদের চোখে আঙুল দিয়ে আরেকবার দেখিয়ে দিয়েছে।’ 

‘শত চেষ্টা করেও সরকার, নির্বাচন কমিশন জনগণকে ভোটদানে কেন্দ্রে নিতে পারেনি। যা স্পষ্টতই নির্বাচন কমিশন এবং সরকারের প্রতি জনগণের অনাস্থা এবং অবিশ্বাসের বহিঃপ্রকাশ।’ 

উৎসবের ভোট এখন শঙ্কা ও প্রহসনে পরিণত হয়েছে মন্তব্য করে ভিপি নুর বলেন, ‘এভাবেই কি চলবেই?’।

সরকার আস্থা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম