হুমায়ূন আহমেদের প্রিয় উপন্যাস আমাকে উৎসর্গ করেছিলেন: আসিফ নজরুল
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রিয় উপন্যাস তাকে উৎসর্গ করেছিলেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।
বুধবার সকালে নিজের ফেসবুক পেজে তিনি এ কথা বলেন।
আসিফ নজরুল বলেন, হুমায়ূন আহমেদের লেখা আমি ভালোবাসি। তার প্রিয় উপন্যাসের একটি ছিল ‘নবনী’। এটি তিনি আমাকে উৎসর্গ করেছিলেন।
‘এটা ১৯৯৩ সালের কথা। তখন এত বুঝতাম না। ভাবতাম এ আর এমন কি! আর এখন? এখন কোথাও ‘নবনী’ দেখলে উল্টে দেখি। ভাবি কি ভাগ্যবান আমি।’
ঢাবির এই অধ্যাপক বলেন, হুমায়ূন আহমেদের তুলনায় আমি খুব ক্ষুদ্র লেখক। পাঠকপ্রিয়তায়ও তার ধারেকাছে নেই আমি। আমার উৎসর্গ খুব সামান্য কিছু। তবু মনে হলো খালেদ, রোজিনা আর বাবুকে আর কি দিতে পারি আমি!
তিনি আরও বলেন, ‘ঘোর’ এক দুর্দান্ত সাংবাদিকের কাহিনী। এটি তাই উৎসর্গ করলাম বাস্তবের তিন অসাধারণ সাংবাদিককে। আমি তাদের প্রতিবেদনের মুদ্ধ পাঠক/শ্রোতা।
