Logo
Logo
×

সোশ্যাল মিডিয়া

পাপন সাহেব, এ জন্যই আপনাদের মানুষ সহ্য করতে পারে না: আসিফ নজরুল

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৪৮ এএম

পাপন সাহেব, এ জন্যই আপনাদের মানুষ সহ্য করতে পারে না: আসিফ নজরুল

বাঁয়ে-বিশ্বকাপজয়ী খেলোয়াড়দের সঙ্গে বিসিবি কর্মকর্তারা, ডানে- আসিফ নজরুল। ছবি-সংগৃহীত

বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনসহ অন্য কর্মকর্তাদের একটি ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। 

ওই ছবিটিতে দেখা গেছে, বিশ্বজয়ী কিশোরদের পেছনে রেখে বিসিবি কর্মকর্তারা ছবি তুলেছেন। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা ঝড় বইছে। 

বিষয়টি নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। 

তিনি লেখেন, ‘পাপন সাহেব, এ জন্যই আপনাদের বহু মানুষ সহ্য করতে পারে না। বিসিবি সভাপতি হিসেবে আপনি সামনে দাঁড়িয়েছেন ঠিক আছে।’

‘কিন্তু বিশ্বজয়ী কিশোরদের পেছনে ঠেলে কীভাবে সামনে দাঁড়াল আপনার অন্য লোকজন? এমন রুচিহীন হয় কীভাবে মানুষ?’

প্রসঙ্গত গত রোববার নাক উঁচু ভারতকে ৩ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে বাংলাদেশ। 

পাপন মানুষ সহ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম