Logo
Logo
×

সোশ্যাল মিডিয়া

‘পরীমনির প্রতি অপমান সইব না’ গান গেয়ে প্রতিবাদ হিরো আলমের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ আগস্ট ২০২১, ১১:০৩ এএম

‘পরীমনির প্রতি অপমান সইব না’ গান গেয়ে প্রতিবাদ হিরো আলমের

অবৈধ মাদকদ্রব্য রাখা, পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইলের অভিযোগে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনির আটকের প্রতিবাদ জানিয়েছেন হিরো আলম। 

বুধবার রাতে পরীমনি আটক হওয়ার পর পরই হিরো আলমের গাওয়া একটি গান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শাওন শাখাওয়াত নামের এক ব্যক্তি। ‘উই ওয়ান্ট জাস্টিস ফর পরীমনি’ শিরোনামের গানটি এরই মধ্যে ভাইরাল হয়েছে। 

তবে হিরো আলমের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে গিয়ে এ ধরনের গান পাওয়া যায়নি। 

এদিকে জি সিরিজের মিউজিশিয়ান ফারুক আহমেদ সুমন বৃহস্পতিবার দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘পরীমনির এই বিপদে নায়ক হিসেবে হিরো আলমকে আশা করেছিলাম, ন্যুনতম একটা প্রতিবাদী গান।’  

সুমনের এই স্ট্যাটাসের স্ক্রিনশট শুক্রবার নিজের ফেসবুক পেজে শেয়ার করে হিরো আলম লিখেছেন, ‘যারা যারা সুমন ভাইয়ের সঙ্গে একমত, তারা কমেন্ট করবেন।’  

হিরো আলমের গাওয়া গানের লিরিক এরকম- ‘শিল্পী হয়ে শিল্পীর প্রতি অসম্মান সইব না, শিল্পী হয়ে শিল্পীর অপমান সইব না। উই ওয়ান্ট  জাস্টিস ফর পরীমনি, উই ওয়ান্ট  জাস্টিস ফর পরীমনি।’

উল্লেখ্য, বুধবার রাতে বনানীর বাসায় পৃথক অভিযান চালিয়ে পরীমনি ও রাজকে আটক করে র‍্যাব। অভিযানকালে তাদের বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

 

পরীমনি আটক প্রতিবাদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম