Logo
Logo
×

সোশ্যাল মিডিয়া

সাকিব আগুন জ্বালাতে ব্যস্ত, শিশির রান্নায়

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২২, ১১:৪৯ এএম

সাকিব আগুন জ্বালাতে ব্যস্ত, শিশির রান্নায়

ঢাকা টেস্ট শেষে রোববার সন্ধ্যায় বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ফিরে গেছেন নিজের জন্মস্থান মাগুরায়। সঙ্গে আছেন তার সহধর্মিণী উম্মে আহমেদ শিশির।

সোমবার শিশিরের ফেসবুকে পোস্ট করা ছবিতে জানা যায় এই খবর। একটি ছবিতে দেখা যাচ্ছে ছেলে এইজাহ আল হাসানকে নিয়ে মোটরবাইকে বসে আছেন সাকিব। 

আরেকটি ছবিতে বাড়ির উঠোনে চুলা বানিয়ে কাঠের আগুনে রান্না করছেন শিশির। ক্যাপশনে তিনি লিখেছেন-‘যখন শ্বশুরবাড়িতে থাকি, তখন পিকনিক করি। আর আমার প্রিয় গরুর মাংস রান্না করি।’

 ছবিগুলো এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। 

গোটা বাড়ি আলোকসজ্জায় ঝলমল করছে। আত্মীয়স্বজনের সঙ্গে কয়েকটা দিন কাটাবেন সাকিব। এরপর জানুয়ারির শুরুতে বিপিএলে নিজের দল ফরচুন বরিশালের সঙ্গে যোগ দেবেন। ছেলে এইজাহ ও দুই মেয়ে আলাইনা হাসান অব্রি ও ইরাম হাসানের গর্বিত বাবা-মা সাকিব ও শিশির।

সাকিব শিশির রান্না

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম