Logo
Logo
×

সোশ্যাল মিডিয়া

অন্তর্বর্তীকালীন সরকারে কাদের রাখা উচিৎ, মত দিলেন আজহারী 

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ০৮:২৮ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারে কাদের রাখা উচিৎ, মত দিলেন আজহারী 

মিজানুর রহমান আজহারী। ছবি-যুগান্তর

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে সশস্ত্র বাহিনী সব ধরনের সহায়তা করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা হতে পারে ১৫ জনের মতো। দু-এক জন বেশিও হতে পারে। 

তবে কাদেরকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা উচিৎ সে বিষয়ে মত দিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী। 

বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ নিয়ে একটি স্ট্যাটাস দেন আজহারী। সেখানে তিনি লেখেন, ‘আমি চাই— যারা ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় এমন ব্যক্তিরা অন্তর্বর্তীকালীন সরকারে আসুক। সেটা ইসলামপন্থি হোক বা সেক্যুলার হোক। দ্যাটস নট অ্যা বিগ ডিল রাইট নাউ। উই রিকোয়্যার জাস্টিস’। 

আজহারী আরও লেখেন, ইনসাফ প্রতিষ্ঠিত রয়েছে এমন একটি সমাজব্যবস্থায় যোগ্য ইসলামপন্থিরা নিজেদের আরও মেলে ধরতে পারবেন। আরও জনপ্রিয় হয়ে উঠবেন ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে হয়তো সেটার প্রতিফলন আমরা দেখতে পাব। ইবনে তাইমিয়া (রহি.)-র একটি কথা আমার খুব পছন্দের। তিনি বলতেন— ‘ইনসাফ এবং কুফর একসঙ্গে থাকা সম্ভব কিন্তু জুলুম এবং ইমান একসঙ্গে থাকতে পারে না’।

অন্তর্বর্তীকালীন সরকার গঠন মিজানুর রহমান আজহারী  

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম