টুকরো খবর
স্টেজ শো নিয়ে ব্যস্ত কনা
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। একক গান প্রকাশের পাশাপাশি নাটক ও সিনেমার গান নিয়েও সারা বছর তার ব্যস্ততা থাকে। এর সঙ্গে আছে স্টেজ শো। প্রায় প্রতিদিন বিভিন্ন অনুষ্ঠানে মাইক্রোফোন হাতে মঞ্চ মাতাতে দেখা যাচ্ছে এ শিল্পীকে। সম্প্রতি তিনি ই-ক্লাব ফ্যামিলি নাইট অনুষ্ঠানে গেয়ে দর্শক মাতিয়েছেন। এ ছাড়াও গত বুধবার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়েও তাকে গান গাইতে দেখা গেছে। এদিকে ২৩ ও ২৬ নভেম্বর ঢাকায় একাধিক কনসার্টে অংশ নেবেন বলে জানান কনা। তিনি বলেন, ‘গানের ব্যস্ততা দেশ-বিদেশে টুকটাক সবসময় ছিল। এখন তো মৌসুম চলছে, তাই স্টেজ শো একটু বেশিই করা হচ্ছে।’ এদিকে সম্প্রতি এ শিল্পী পেয়েছেন বিসিআরএ সম্মাননা। ‘জ্বীন-৩’ সিনেমায় তার গাওয়া ‘কন্যা’ শিরোনামের গানটি বেশ আলোচিত হয়। এ গানের জন্য তাকে সেরা শিল্পীর এ সম্মাননা দেওয়া হয়। এ স্বীকৃতিতে উচ্ছ্বাস প্রকাশ করে কনা বলেন, ‘এ সম্মাননা আমার জন্য নতুন প্রেরণা। কাজের স্বীকৃতি সবসময় আনন্দের।’ এ ছাড়া কনা নিয়মিত প্রকাশ করছেন নতুন গান। এ ধারাবাহিকতায় তিনি প্রকাশ করেছেন ‘ভিতরও বাহিরে’ শিরোনামের একটি গান। এ গানটি সবার ভালোবাসা পেয়েছে। এ প্রসঙ্গে কনা বলেন, ‘নতুন গানটি নিয়ে আমার অনেক আশা ছিল। এর কথা, সুর আর সংগীত এক কথায় সবার মন ছুঁয়ে গেছে। প্রকাশের পর থেকেই ইতিবাচক সাড়া পাচ্ছি।’
