মেহেদিরাঙা হাত শেয়ার, এমন হয়ে যাবে বুঝতে পারিনি: কনা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৩০ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগীতশিল্পী কনা মেহেদিরাঙা হাতের দুটি ছবি শেয়ার করছেন। এরপর থেকে গুঞ্জন ওঠে আবারও বিয়ের পিঁড়িতে বসছেন কনা। তবে এ গুঞ্জনের খবর উড়িয়ে দিয়েছেন সংগীতশিল্পী নিজেই।
কনা বলেছেন, এই ছবির সঙ্গে আমার ব্যক্তিগত কোনো বিষয় নেই, বিয়ের কোনো সম্পর্ক নেই। এটা শুধু একটা গান।
এর আগে ছবি পোস্ট করলেও এ নিয়ে আর কোনো কথা বলেননি কনা। ফলে দ্রুতই ছড়িয়ে পড়ে কনার বিয়ের গুজব। তবে গত শুক্রবার জানা যায়, এটি আসলে একটি গানের প্রমোশন। আর ওইদিন সন্ধ্যায় প্রকাশ পায় তার নতুন গান ‘মেহেন্দি’।
এছাড়া মেহেদিরাঙা হাতের ছবিটি যে বিয়ের গুঞ্জন ছড়িয়েছে তা নজরে এসেছে কনার। তবে এতটা ছড়িয়ে যাবে ভাবেননি সংগীতশিল্পী। এ বিষয়ে কনা বলেন, ফেসবুকে মেহেন্দি শিরোনামের গানের শুটিংয়ের ছবি শেয়ার করেছিলাম। আমার হাতের মেহেদির ছবিটি দিয়ে লিখেছিলাম আমার হাতে মেহেদি। এরপর যে এমন হয়ে যাবে, সেটা বুঝতে পারিনি।
তিনি বলেন, অনেকেই ফোন করে জানতে চাইছিল, আসল ব্যাপারটা কী? কী বলব বুঝতে পারছিলাম না। তা ছাড়া, পরদিনই গানটা রিলিজ হওয়ার কথা। তখন এমনিতেই পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। তাই চুপ করে ছিলাম।
মেহেন্দি গানটিতে কনার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নিশ। গানটি যৌথভাবে লিখেছেন বাঁধন ও জামশেদ চৌধুরী। সংগীত আয়োজন করেছেন সনজয়। ভিডিও নির্দেশনা দিয়েছেন চন্দন রায় চৌধুরী ও রিয়াজ আলী।
মডেল হয়েছেন সুনেরাহ, মাইশা নাজিয়া, মানজিতা রায়সহ আরও কয়েকজন। ভিডিওতে কনাকেও দেখা গেছে। মেহেন্দি গানের ভিডিও প্রকাশ পেয়েছে কাইনেটিক মিউজিক ইউটিউব চ্যানেলে। প্রকাশের ২৪ ঘণ্টায় প্রায় ২০ লাখ ভিউ হয়েছে গানটির।
