Logo
Logo
×

আনন্দ নগর

ডিএমএস থেকে এলো বাপ্পার গান

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ডিএমএস থেকে এলো বাপ্পার গান

দেশের শীর্ষস্থানীয় অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) থেকে প্রকাশ হয়েছে বাপ্পা মজুমদারের নতুন গান ও ভিডিও ‘এই ব্যথা’। এটি লিখেছেন মাহি ফ্লোরা। সুর করেছেন এহসান রাহি ও সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন। ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার।

সম্প্রতি প্রতিষ্ঠানটির কার্যালয়ে গানটির প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়। শিল্পীকে শুভাশিষ জানাতে এ সময় উপস্থিত ছিলেন তরুণ মুন্সী, জুয়েল মোর্শেদ, লুৎফর হাসান, কিশোরসহ সংগীতাঙ্গনের অনেকেই। গানটি প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‘অনেকদিন পর আয়োজন করে একটা গান হলো। আমি আনন্দিত। এ টিমে যারা কাজ করেছেন তারা প্রত্যেকেই ট্যালেন্টেড। সবাই যার যার সেরাটা দিয়েছেন। ভিডিও নিয়ে একটু বলতে চাই, এ ধরনের মিউজিক ভিডিও আমাদের দেশে একেবারেই নতুন। যা একটি ভিন্নমাত্রা এনে দেবে বলে আমি বিশ্বাস করি।’

ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার কণ্ঠশিল্পী ধ্রুব গুহ বলেন, “বাপ্পা দা’র ‘এই ব্যথা’ প্রকাশ করতে পেরে ধ্রুব মিউজিক স্টেশন আনন্দিত। আমি আশা করছি গানটি শ্রোতাদের অনেক ভালো লাগবে।” ডিএমএস জানায়, গানটি ডিএমএসের ইউটিউব চ্যানেলের পাশাপাশি শুনতে পাওয়া যাচ্ছে দেশি ও আন্তর্জাতিক সব মিউজিক প্ল্যাটফর্মে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম