Logo
Logo
×

বিনোদন

ইত্যাদিতে প্রথমবার গাইলেন সিয়াম, সহশিল্পী হিমি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৪:১৩ পিএম

ইত্যাদিতে প্রথমবার গাইলেন সিয়াম, সহশিল্পী হিমি

নাটক ও চলচ্চিত্রের দুই শিল্পী জান্নাতুল সুমাইয়া হিমি ও সিয়াম আহমেদকে  এবার দেখা যাবে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদির’ একটি গানে। ঈদ উপলক্ষে ‘ইত্যাদির’ বিশেষ আয়োজনে থাকবেন তারা।

অভিনেত্রী হিমির ছোটবেলা থেকে গানের চর্চা থাকলেও সিয়ামের জন্য এবারই প্রথম। এরই মধ্যে গানটির রেকর্ডিং এবং দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।

বরাবরের মত এবারও ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনায় আছেন হানিফ সংকেত। মাগাজিন অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘তুমি আমায় ভালোবাসো, আমি তোমায় ভালোবাসি’ কথার গানটি লিখেছেন কবির বুকল। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান।

গান গাওয়ার অভিজ্ঞতা জানিয়েছেন অভিনেতা সিয়াম বলেছেন তিনি এর আগে কখনো গান করেননি। হানিফ সংকেত ও কবির বকুলের তাগাদায় গানটি করেছেন বলে জানিয়েছেন সিয়াম।

নিজেকে গানের জগতের ‘বাইরের মানুষ’ বর্ণনা করে সিয়াম আরও বলেছেন, তিনি ভালো গান গান না।

‘কিন্তু তারপরও তারা দুজন বলেছেন, এটা তোমার দর্শকদের জন্য ঈদ উপহার, তাই গানটা গেয়েছি।’

গান ও গানের সুরকার ইমরানকে নিয়ে সিয়াম বললেন, এত মেলোডিয়াস একটা সুর করেছেন তিনি, আমার মনে হয় না অন্য কেউ হলে এর চেয়ে ভালো কিছু করত। গানটা ফিল্মি, সুন্দর। 

গত বছরও ‘ইত্যাদ’ প্রথমবারের মত গানে হাজির করেছিল তাসনিয়া ফারিণকে, তিনি অভিনেতা ও গায়ক তাহসান খানের সঙ্গে গেয়েছিলেন। তাদের গানটিও প্রচারের পর বেশ জনপ্রিয়তা পেয়েছিল।

ঈদের পরদিন বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে ‘ইত্যাদি’।

জান্নাতুল সুমাইয়া হিমি সিয়াম আহমেদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম