ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও নাজমুন মুনিরা ন্যান্সি এবার একসঙ্গে গাইলেন নতুন একটি গানে, যার শিরোনাম ‘ভালোবাসি শুধু যে তোমারে’। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। এটি ব্যবহার করা হয়েছে ঈদের বিশেষ নাটক ‘হৃদয়ের কথা’-তে।
এই প্রথমবার হাবিব ও ন্যান্সি গাইলেন ইমরানের সুরে ও সংগীতে। গানটির কথা লিখেছেন আহমেদ রিজভী। নির্মাতা জাহিদুল ইসলাম সুজন পরিচালিত ‘হৃদয়ের কথা’ নাটকটি সম্প্রতি সুলতান এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনী।
গানটি নিয়ে ইমরান বলেন, ‘হাবিব ও ন্যান্সি জুটি বরাবরের মতই দারুণ গান করেন, তবে এই প্রথমবার তারা আমার সুর ও সংগীতে গাইলেন। অনেক ভালোবাসার একটা গান। আশা করছি সবার হৃদয় ছুঁয়ে যাবে।"
নতুন এই গান ও নাটক ঈদের বিনোদনে শ্রোতাদের জন্য বাড়তি এক আবেগঘন উপহার হয়ে উঠেছে।
