সানিয়া সুলতানা লিজা। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
গান নিয়ে ইউরোপের পাঁচটি দেশে ভ্রমন করবেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। দেশগুলো হচ্ছে ফ্রান্স, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ইতালি ও স্পেন। শোতে অংশ নিতে এরইমধ্যে তিনি ফ্রান্সে পৌঁছেছেন। দেশটির প্যারিসে আগামীকাল একটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এরপর ২৯ জুন বেলজিয়াম, ৫ জুলাই সুইজারল্যান্ড, ৬ জুলাই ইতালি ও ১৩ জুলাই স্পেনে প্রবাসী বাংলাদেশীদের আয়োজনে সংগীত পরিবেশন করবেন লিজা।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘একজন সংগীতশিল্পীর ভীষণ প্রিয় স্থান হচ্ছে স্টেজ। কারণ স্টেজ শোতে দর্শকের প্রতিক্রিয়া সরাসরি পাওয়া যায়। নিজেকেও নতুন করে প্রতিনিয়ত জানতে পারে যে, আসলে শ্রোতা দর্শক তার কাছে কী ধরনের গান শুনতে প্রত্যাশা করেন। ইউরোপের পাঁচ দেশে টানা গান গাইবো আজ থেকে আগামী ১৩ জুলাই পর্যন্ত। প্রত্যাশা রাখি, গানে গানে শ্রোতা দর্শকের বিশেষত প্রবাসী বাংলাদেশী ভাই বোনদের মন রাঙিয়ে দিতে পারব। আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’
এদিকে গত কুরবানির ঈদ উপলক্ষে এ সংগীতশিল্পীর দুটি গান প্রকাশ হয়েছে। গানগুলো নিয়েও ভালো সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। দুটি গানেই তার সহশিল্পী কিশোর দাশ। একটির শিরোনাম ‘ও প্রিয় ভালোবাসা নিও’। এটি প্রকাশ হয়েছে কিশোরের ইউটিউব চ্যানেলে। অন্য গানটি প্রচার হয়েছে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি’তে। এর শিরোনাম কোনো কথা নেই। এটি লিখেছেন জীবন ও সুর করেছেন কিশোর।
উল্লেখ্য, লিজা মাস কয়েক আগে কন্য সন্তানের মা হন। মাতৃত্বের কারণে দীর্ঘদিন স্টেজ শো থেকে দূরে ছিলেন। অবস্থান করেছেন আমেরিকায়। দেশে ফিরেছেন বেশিদিন হয়নি। মেয়েকে সময় দেওয়ার কারণে এতদিন স্টেজ শোতে দেখা যায়নি তাকে। এখন থেকে নিয়মিত স্টেজ শো করবেন বলে জানিয়েছেন তিনি।
