Logo
Logo
×

বিনোদন

পয়মন্ত বছরে বিয়ন্সে!

Icon

সেলিম কামাল

প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১০:৫৩ পিএম

পয়মন্ত বছরে বিয়ন্সে!

বিয়ন্সে। ছবি: সংগৃহীত

ক্যারিয়ার আট নম্বর স্টুডিও অ্যালবামটি ডানা মেলে ওড়ার সাহস দিয়েছে আমেরিকান গায়িকা বিয়ন্সেকে। ‘কাউবয় কার্টার’ নামের এ অ্যালবাম গত বছর প্রকাশ হলেও এ বছর তার ফল ভোগ করছেন ৪৩ বছর বয়সী এ গায়িকা। 

বছরশুরুতে অ্যালবামটি তাকে এনে দিয়েছে দুটি চমৎকার গ্র্যামি অ্যাওয়ার্ড- অ্যালবাম অব দ্য ইয়ার, বেস্ট কান্ট্রি অ্যালবাম। যদিও ৩৫ বছরের সঙ্গীত ক্যারিয়ারে এই অ্যাওয়ার্ড জিতেছেন ৩৫টি। চলতি বছরের ২৮ এপ্রিল শুরু হওয়া ‘কাউবয় কার্টার’ ট্যুরটি তার ক্যারিয়ারকে এমনভাবে চাঙ্গা করেছে, জনপ্রিয়তার পারদ এতটাই চড়েছে- রীতিমতো বছরটি তার জন্য পয়মন্ত হয়ে ধরা দিয়েছে। এর আগের অ্যালবাম রেনেইসেন্স ট্যুর নিয়ে এ শিল্পী বেশ আলোচিত হলেও, ‘কাউবয় কার্টার’-এর তুলনায় তা কেবল নস্যি!

গত সপ্তাহে ‘কাউবয় কার্টার’ ট্যুরের আন্তর্জাতিক অংশটি তিনি শেষ করেছেন একজন অতিরিক্ত বিশেষ অতিথির সঙ্গে শেয়ার করে। এ অতিথি আর কেউ নন- তার স্বামী র‌্যাপসঙ্গীতের মোগল জে-জেড। মঞ্চরানির সঙ্গে এ র‌্যাপারের উপস্থিতি স্টেড ডি ফ্রান্সের দর্শকদের উন্মাতাল করে দিয়েছিল। শুধু স্বামীই নন, মঞ্চে উঠেছিল তাদের ১৩ বছর বয়সী কন্যা ব্ল– আইভি এবং ৮ বছর বয়সী ছেলে রুমি। ২৮ জুন আমেরিকা ফিরে যাবেন তিনি। 

এরপর ওয়াশিংটন ডিসি এবং আটলান্টা ভ্রমণ করবেন। বিয়ন্সের এ ট্যুর ক্যালিফোর্নিয়ার ইঙ্গেলউডের সোফি স্টেডিয়ামে শুরু হয়েছিল। আর এটি শেষ হচ্ছে ২৬ জুলাই লাস ভেগাসের অ্যালেজিয়েন্ট স্টেডিয়ামে। শিল্পী আশা করছেন ট্যুরের বাকি শোগুলিতেও তার জনপ্রিয়তা অক্ষুণ্ন থাকবে। চলতি ট্যুরে তিনি ইতিহাস গড়েছিলেন লন্ডনে। ছয়টি টিকিটশোতে দর্শক উপচে পড়েছে টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে। ১৪ ও ১৬ জুনের দুটি কনসার্টে বিক্রি হয়েছে ৪৫ মিলিয়ন পাউন্ডের টিকিট- যা ওই স্টেডিয়ামে অনুষ্ঠিত কনসার্টগুলোর মধ্যে সর্বোচ্চ আয়। ২ লাখ ৭৫ হাজার টিকিট বিক্রি ওই ভেন্যুতে দর্শক উপস্থিতির দিক থেকেও সর্বাধিক বিক্রিত শিল্পীর মর্যাদা পেয়েছেন। 

তাছাড়া ওই স্টেডিয়ামে সর্বোচ্চ ৬টি কনসার্টে গান গাওয়া একমাত্র শিল্পী বিয়ন্সে। তার এ মাইলফলক স্পর্শ করা আর কোনো শিল্পীর পক্ষে স্পর্শ করা কঠিন হবে বলে মনে করছেন পাশ্চাত্যসঙ্গীত বোদ্ধারা। আর এ কারণেই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের প্রশংসায় ভাসছেন এ ‘ব্ল্যাক ডায়মন্ড’। ভক্তরা তাকে ট্যুরের অবিসংবাদিত রানি হিসাবে অভিহিত করেছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, ‘রানিকে সালাম’। একজন লিখেছেন, ‘বিয়ন্সে এবং তার দলকে অভিনন্দন!’ দ্বিতীয়জন লিখেছেন, ‘তিনি (বিয়ন্সে) সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিল্পী। কেউ কখনো তাকে স্পর্শ করেনি’। 

ইতোমধ্যে ‘কাউবয় কার্টার’ গ্র্যামিসহ ৫টি অ্যাওয়ার্ড জিতে নিয়েছে। অন্য অ্যাওয়ার্ডগুলো হচ্ছে- ন্যাশনাল এসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব কালার্ড পিপল ইমেইজ, হাঙ্গারিয়ান মিউজিক ও অ্যামেরিকান মিউজিক অ্যাওয়ার্ড। আর এ পর্যন্ত এ অ্যালবামের সবচেয়ে শ্রোতাপ্রিয় গান, ‘আই’ল মোস্ট ওয়ান্টেড’ বিলবোর্ড হট হানড্রেড তালিকার শীর্ষদশ-এ অবস্থান নিয়েছে। নিউজিল্যান্ডে হট সিঙ্গেলসের তালিকায় শীর্ষস্থান দখল করেছে গানটি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম