Logo
Logo
×

বিনোদন

এন্ড্রু কিশোরের স্মরণে হানিফ সংকেতের আবেগঘন পোস্ট

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১২:১৯ পিএম

এন্ড্রু কিশোরের স্মরণে হানিফ সংকেতের আবেগঘন পোস্ট

ছবি: সংগৃহীত

২০২০ সালের জুলাই না ফেরার দেশে পাড়ি জমান বাংলা গানেরপ্লেব্যাক সম্রাটখ্যাত কিংবদন্তি সংগীতশিল্পী এন্ড্রু কিশোর। ঠিক পাঁচ বছর আগে তার মৃত্যুতে সংগীত অঙ্গনে যে অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছিল, তা আজও পূরণ হয়নি।  আজও তিনি বেঁচে আছেন কোটি ভক্তের হৃদয়ে।

বন্ধু সহযোদ্ধা এই কিংবদন্তি সংগীতশিল্পীর না ফেরার দিনেই বিশেষভাবে স্মরণ করলেন 'ইত্যাদি' নির্মাতা ও সঞ্চালক হানিফ সংকেত। শিল্পীর সঙ্গে তোলা একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে হানিফ সংকেত লিখেছেন—‘আজ (৬ জুলাই) বন্ধু এন্ড্রু কিশোরের পঞ্চম প্রয়াণ দিবস। যার কাছে গানই ছিল জীবন-মরণ, গানই ছিল প্রাণ। এই গানের জন্যই মানুষ তাকে ভালোবাসতো, তার নামের উপাধি দিয়েছিল— প্লেব্যাক সম্রাট।

প্লেব্যাক সম্রাটএন্ড্রু কিশোর অমলিন এক সুরের ধারা উল্লেখ করে তিনি বলেন, ‘কিশোর যেমন প্রাণ খুলে দরাজ গলায় গাইতে পারত, তেমনি সবার সঙ্গে প্রাণ খুলে মিশতেও পারত।

হানিফ সংকেত বলেন, কিশোরের সঙ্গে আমার সম্পর্ক প্রায় চার দশকের। একসঙ্গে বহু আড্ডা, বহুবার বিদেশ ভ্রমণ, একসঙ্গে থাকাসব কিছুই স্মৃতির অমূল্য সম্পদ। কিশোর ছিলইত্যাদি প্রায় নিয়মিত শিল্পী।

এ নির্মাতা বলেন, একজন আদর্শ শিল্পী, একজন মানবিক মানুষ ছিল কিশোর। গানের মাধ্যমেই এন্ড্রু কিশোর বেঁচে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মে। তিনি বলেন, বন্ধু, ভুলিনি তোমায়ভুলব না, ভুলতে পারব না। ভালো থেকো, শান্তিতে থেকো।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম