Logo
Logo
×

বিনোদন

এবার গানের দল বানালেন কণা

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ০৮:৪৭ পিএম

এবার গানের দল বানালেন কণা

দিলশাদ নাহার কণা। ছবি: সংগৃহীত

সংগীতশিল্পী দিলশাদ নাহার কণা। নাটক-সিনেমার গানের পাশাপাশি একক গান ও স্টেজ শো নিয়ে রয়েছে তার ব্যস্ততা। কিছুদিন আগেই সংসার ভাঙার খবরে আলোচনা-সমালোচনায় ছিলেন। তবে সেসবে গুরুত্ব না দিয়ে গানেই মনোযোগি এ শিল্পী। 

সম্প্রতি গঠন করলেন নিজের গানের দল। ছয় সদস্যের এ দলের নাম ‘কে লিংক’। দল নিয়ে প্রথম শো করলেন বিদেশে। কিছুদিন আগেই কণা দল নিয়ে উড়াল দিলেন সিঙ্গাপুরে। জানা গেছে, ইতোমধ্যেই কনসার্টে অংশ নিয়েছে দলটি। 

দল প্রসঙ্গে কণা বলেন, ‘স্টেজ শোয়ের ক্ষেত্রে নিজস্ব একটি দল থাকলে, বোঝাপড়াটা ভালো হয়। এই ভাবনা থেকে দলটি গড়েছি। এখন থেকে নিয়মিত দল নিয়েই শো করব।’ 

কণা জানান, দল নিয়ে মৌলিক গান করার ইচ্ছা রয়েছে তার। সিঙ্গাপুর থেকে ফিরেই সেসব গান নিয়েই তারা কাজ করবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম