Logo
Logo
×

বিনোদন

প্রথমবার জেমসের সঙ্গে মেহজাবীন মেহা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ০৬:৫২ পিএম

প্রথমবার জেমসের সঙ্গে মেহজাবীন মেহা

বর্তমান প্রজন্মের সংগীতশিল্পী মেহজাবীন মেহা।  প্রথমবারে মতো তিনি জনপ্রিয় ব্যান্ড তারকা জেমসের সঙ্গে একই মঞ্চে গান করেছেন, যা এই শিল্পীর কাছে ছিল অনুপ্রেরণার। 

সম্প্রতি মিশিগানে অনুষ্ঠিত নর্থ আমেরিকা-বাংলাদেশি ফেস্টিভাল বাংলা মেলা ২০২৫-এর আয়োজনে তাদের একই মঞ্চে দেখা যায়।  গান গেয়ে দর্শকদের হৃদয় মাতিয়ে তুলেন জেমস ও মেহজাবীন মেহা। 

মেহজাবীন মেহা বলেন, ‘জেমস ভাইয়ের সঙ্গে প্রথমবার একই মঞ্চে গান করেছি। আমার খুবই ভালো লেগেছে। আমি নিজেই তার একজন ভক্ত। মিশিগানে প্রায় ৩০ হাজার মানুষের সমাগম হয়েছে। এত দর্শকের ভালোবাসা পেয়ে আমি আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম। আমাদের সাথে আরও অনেক গুনী শিল্পীরা ছিলেন। সাজ্জাদ পারভেজ ভাইয়া এসেছে বাংলাদেশ থেকে। তার সঙ্গেও এটা আমার প্রথম শো। আরও ছিলেন রিজিয়া পারভিন, সেলিম চৌধুরী। এছাড়া গানের তালে দর্শক মাতিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা দীঘি।’

এদিকে মেহা জানান, তিনি আরও ভালো ভালো কাজ করতে চান। মৌলিক গানেরও কাজ চলছে তার। খুব শিগগিরই কয়েকটি গান আসবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম