মাদুরোর সঙ্গে সরাসরি কথা বলতে চান ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১০:৪০ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার উপদেষ্টাদের জানিয়েছেন, তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে সরাসরি কথা বলার পরিকল্পনা করছেন।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের।
অ্যক্সিওসকে মার্কিন প্রশাসনের কর্মকর্তারা জানান, ট্রাম্প তার উপদেষ্টাদের জানিয়েছেন যে তিনি মাদুরোর সঙ্গে সরাসরি কথা বলতে চান।
ট্রাম্পের এই সিদ্ধান্ত ভেনেজুয়েলাকে ঘিরে তার ‘গানবোট কূটনীতি’র একটি গুরুত্বপূর্ণ ধাপ। এটি ইঙ্গিত দিচ্ছে যে, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা বা স্থলভিত্তিক সরাসরি সামরিক পদক্ষেপ আপাতত আসন্ন নয়।
আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেছেন, ‘এ মুহূর্তে তাকে (মাদুরো) গুলি করা বা ধরে আনার কোনো পরিকল্পনা নেই। কখনোই হবে না— তা বলা যায় না, তবে এখন এটাই পরিকল্পনা নয়।’
কারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ‘অপারেশন সাউদার্ন স্পিয়ার’ নামে পরিচিত সামরিক অভিযানে সন্দেহভাজন মাদকবাহী নৌযানে এখন পর্যন্ত ২১ টি পৃথক হামলা চালানো হয়েছে। এতে অন্তত ৮৩ জন নিহত হয়েছে।

