Logo
Logo
×

শেষ পাতা

দেশত্যাগে রাজি ভেনিজুয়েলার প্রেসিডেন্ট!

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দেশত্যাগে রাজি ভেনিজুয়েলার প্রেসিডেন্ট!

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দেওয়া সাধারণ ক্ষমার নিশ্চয়তা পেলে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশ ছাড়তে প্রস্তুত বলে জানা গেছে। সম্প্রতি তার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ থেকে এ তথ্য জানা গেছে। ২১ নভেম্বর দুই নেতার মধ্যে স্বল্প সময়ের জন্য ফোনালাপ হয়। এ আলাপে মাদুরোর ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়, ফোনালাপটি মাত্র কয়েক মিনিট স্থায়ী হয়। আলোচনার সময় ট্রাম্প স্পষ্টভাবে জানান, মাদুরো যদি ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করেন, তবে যুক্তরাষ্ট্র তার নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারে। তবে মাদুরো পালটা শর্ত হিসাবে তার এবং পরিবারের বিরুদ্ধে আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সাধারণ ক্ষমা ঘোষণা করার দাবি জানান। সূত্রগুলোর বরাত দিয়ে রয়টার্স আরও জানায়, মাদুরো শুধু নিজের জন্যই নয়, ভেনিজুয়েলার শতাধিক কর্মকর্তার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার চান। তাদের অনেকের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি এবং মাদক চোরাচালানের গুরুতর অভিযোগ রয়েছে। তবে ট্রাম্প এসব দাবির অধিকাংশই প্রত্যাখ্যান করেন এবং মাদুরোকে দেশ ছাড়ার জন্য এক সপ্তাহের সময়সীমা দেন-যে সময়ের মধ্যে তিনি পরিবারসহ নিজের পছন্দের দেশে যেতে পারবেন। শুক্রবার ট্রাম্পের দেওয়া আলটিমেটাম শেষ হয়েছে। এর পরদিন শনিবার ট্রাম্প ভেনেজুয়েলার আকাশসীমা ‘অবৈধভাবে বন্ধ’ বলে ঘোষণা দেন। স্বীকার করে ট্রাম্প বলেন, তিনি মাদুরোর সঙ্গে ফোনে কথা বলেছেন। যদিও কথোপকথনের বিস্তারিত তিনি প্রকাশ করেননি।

রয়টার্সের বিশ্লেষণে বলা হয়-মাত্র ১৫ মিনিটের আলোচনায় স্পষ্ট হয়েছে যে, মাদুরোর সামনে এখন খুব বেশি বিকল্প নেই। যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক চাপের মধ্যে তার রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগের বিষয়টি এখন বাস্তব সম্ভাবনা হিসাবে দেখা দিচ্ছে।


Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম