Logo
Logo
×

আন্তর্জাতিক

ইউক্রেনকে কেন ‘সন্ত্রাসী’ ও ‘নাৎসি’ বললেন মাদুরো

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০৪:২৯ পিএম

ইউক্রেনকে কেন ‘সন্ত্রাসী’ ও ‘নাৎসি’ বললেন মাদুরো

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।ছবি: সংগৃহীত

রাশিয়ার অভ্যন্তরে বড় ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। একই সঙ্গে তিনি ইউক্রেনকে ‘সন্ত্রাসী’ ও ‘নাৎসি’ আখ্যা দিয়েছেন।

সোমবার কারাকাস থেকে এ খবর জানিয়েছে এএফপি।

গত শনিবার রাশিয়ার পশ্চিম সীমান্তবর্তী অঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেনে বিস্ফোরণে সাতজন নিহত এবং বহু মানুষ আহত হয়। পরে এ ঘটনায় জন্য কিয়েভকে দায়ী করে মস্কো। 

এরপর রোববার ভোরে পার্শ্ববর্তী কুরস্ক অঞ্চলে আরেকটি রেল সেতুতে বিস্ফোরণ ঘটে। এতে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয় এবং চালক আহত হন। এসব ঘটনার নিন্দা জানিয়েই মূলত ইউক্রেনকে ‘নাৎসি’ ও ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়েছেন মাদুরো।

ভেনেজুয়েলা দীর্ঘদিন ধরেই রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র। হুগো শ্যাভেজের সময় থেকে শুরু হওয়া সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে জ্বালানি ও প্রতিরক্ষা সহযোগিতার মধ্য দিয়ে। বর্তমানে মাদুরোর আমলেও তা অব্যাহত রয়েছে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট বলেন, ‘রাশিয়া শান্তি চায়, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও তাই চান। রুশ সেনাবাহিনী নাৎসিদের বিরুদ্ধে যতই এগিয়ে যাচ্ছে, ইউক্রেন ততই সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।’

মাদুরো আরও বলেন, তারা ‘নাৎসি’ ও ‘সন্ত্রাসী’। কারণ তারা সেতু উড়িয়ে দেয়, রেললাইন ধ্বংস করে, বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা চালায়।

এদিকে কিয়েভ মঙ্গলবার জানায়, তারা ক্রিমিয়ার একটি সেতুতে হামলা চালিয়েছে। সেতুটি রাশিয়ার দখল করা উপদ্বীপটিকে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করেছে। এছাড়া ড্রোনের মাধ্যমে রাশিয়ার অভ্যন্তরে কয়েকটি দূরপাল্লার হামলার কথাও স্বীকার করেছে জেলোনস্কি প্রশাসন।

একইদিনে ইউক্রেনের সুমি শহরে রুশ রকেট হামলায় ৪ জন নিহত এবং অন্তত ২০ জন আহত হয় বলে অভিযোগ করেছে কিয়েভ।

মাদুরো বলেন, ‘আমি ভেনেজুয়েলা পক্ষ থেকে রুশ জনগণের শান্তিতে বসবাসের অধিকারকে লক্ষ্য করে চালানো নাৎসি ও সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানাই।’ 

তবে ইউক্রেনের সুমি শহরের রুশ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

উল্লেখ্য, গত মে মাসেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে রাশিয়া সফর করেন মাদুরো। 

ঘটনাপ্রবাহ: ইউক্রেন যুদ্ধ


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম