Logo
Logo
×

আন্তর্জাতিক

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল চিলি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৫, ০২:০২ পিএম

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল চিলি

ছবি: রয়টার্স

চিলির উত্তর উপকূলে শুক্রবার একটি ৬.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে জার্মান ভূতাত্ত্বিক গবেষণা কেন্দ্র (জিএফজেড)।

ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০৪ কিলোমিটার (প্রায় ৬৫ মাইল) গভীরে, যা তুলনামূলকভাবে মাঝারি গভীরতার কম্পন হিসেবে বিবেচিত হয়।

শনিবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

এই ভূকম্পনটি আঘাত হানার কয়েকদিন আগেই চিলি ও আর্জেন্টিনার দক্ষিণ উপকূলে একটি শক্তিশালী ৭.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

সেই ভূমিকম্পটির কেন্দ্র ছিল অ্যান্টার্কটিকার কাছাকাছি কেপ হর্ন এলাকায় এবং এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। 

ওই ঘটনায় সুনামি সতর্কতা জারি করেছিল চিলি কর্তৃপক্ষ এবং একাধিক পরাঘাত (aftershock) অনুভূত হয়।

বর্তমান পরিস্থিতি:

এদিকে শুক্রবারের ৬.৬ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সুনামি সতর্কতাও জারি হয়নি। কারণ ভূমিকম্পটি ছিল গভীরতর স্তরে।

স্থানীয় প্রশাসন ও জরুরি বিভাগ ক্ষয়ক্ষতির মূল্যায়ন এবং সতর্ক অবস্থানে রয়েছে।

চিলি দক্ষিণ আমেরিকার সবচেয়ে ভূমিকম্প-প্রবণ অঞ্চলগুলোর একটি।এটি মূলত প্যাসিফিক রিং অব ফায়ার নামে পরিচিত ভূ-প্রাকৃতিক বেল্টের অংশ। এ অঞ্চলে প্রায়ই মাঝারি থেকে উচ্চমাত্রার ভূমিকম্প হয়ে থাকে।

নতুন ভূকম্পনের পর নাগরিকদের সতর্ক ও প্রস্তুত থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা, বিশেষ করে উপকূলীয় এলাকার বাসিন্দাদের।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম