নির্বাচনী প্রচারণায় গুলিবিদ্ধ কলম্বিয়ার প্রেসিডেন্ট প্রার্থী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ জুন ২০২৫, ১০:৪৬ এএম
|
ফলো করুন |
|
|---|---|
কলোম্বিয়ার প্রেসিডেন্ট প্রার্থী মিগেল উরিবে দেশটির রাজধানী বোগোটায় নির্বাচনী প্রচারণাকালে গুলিবিদ্ধ হয়েছেন। তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
৩৯ বছর বয়সি এই সিনেটর ২০২৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি সাবেক প্রেসিডেন্ট আলভারো উরিবে প্রতিষ্ঠিত রক্ষণশীল বিরোধী দল ডেমোক্রেটিক সেন্টারের সদস্য।
বৃটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, উভয়ের নাম একই হলেও তাদের মধ্যে কোনো আত্মীয়তা নেই।
উরিবের দলের বিবৃতির বরাত দিয়ে মেহের নিউজ জানিয়েছে, শনিবার রাজধানীর ফনতিবন এলাকায় একটি উন্মুক্ত পার্কে প্রচারাভিযানের সময় ‘সশস্ত্র ব্যক্তিরা পেছন থেকে তার ওপর গুলি চালায়’।
দলটি এ হামলাকে গুরুতর বলে আখ্যায়িত করেছে। তবে মিগেল উরিবের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানায়নি।
কলোম্বিয়ার প্রেসিডেন্সি এক বিবৃতিতে বলেছে, সরকার এই সহিংস হামলার তীব্র নিন্দা জানাচ্ছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছে।
এ বিষয়ে কলোম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রী পেদ্রো সানচেজ জানান, হামলার ঘটনায় একজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলছে।আরও কেউ এতে জড়িত ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
সেই সঙ্গে, তিনি হাসপাতালে উরিবের সঙ্গে দেখা করেছেন বলেও জানান প্রতিরক্ষা মন্ত্রী।
