Logo
Logo
×

আন্তর্জাতিক

প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল বলিভিয়া, নিহত ২

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৫, ১২:২৯ পিএম

প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল বলিভিয়া, নিহত ২

প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। সম্প্রতি চলমান সহিংসতায় দেশটিতে মৃত্যু হয়েছে অন্তত দুজনের।

বুধবার (১১ জুন) বিভিন্ন শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। এ সময়, সহিংসতায় প্রাণ হারায় দুই পুলিশ কর্মকর্তা।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, দেশের অর্থনীতির খারাপ অবস্থার জন্য দেশটির জনগণ বর্তমান প্রেসিডেন্টকে দায়ী করছেন। সেই সঙ্গে তার পদত্যাগের দাবি তুলেছেন সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের সমর্থকরা।

মূলত ইভো মোরালেসকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার পরই দেশটিতে শুরু হয় নজিরবিহীন বিক্ষোভ। পরবর্তী ভোটে তার অংশগ্রহণের সুযোগের দাবিতে রাজপথে নেমে আসেন হাজার হাজার কর্মী-সমর্থক।

এর আগে মঙ্গলবার একই শহরে এক সহিংস সংঘর্ষে কমপক্ষে ১৫ জন ও দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

বুধবার লা পাজ এবং মোরালেসের রাজনৈতিক শক্ত ঘাঁটি কোচাবাম্বার মধ্যে সংযোগকারী সড়কের অন্যান্য সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মোরালেসের সর্মথকরা। 

সূত্র: ফ্রান্স-২৪

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম