Logo
Logo
×

বাংলার মুখ

গাংনী ও হাটহাজারীতে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

Icon

মেহেরপুর ও হাটহাজারী প্রতিনিধি

প্রকাশ: ২২ অক্টোবর ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

মেহেরপুরের গাংনী উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের ভোলাডাঙা গ্রামের মাথাভাঙা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হল- ভোলাডাঙা গ্রামের মকবুল হোসেনের মেয়ে নুসরাত জাহান (৪) ও আরিফুল ইসলামের মেয়ে তৃপ্তি খাতুন (৪)।

ষোলটাকা ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির জানান, মাথাভাঙ্গা নদী পাড়ের ষোলটাকা গ্রামের নুসরাত ও তৃপ্তি নদীর পাড়ে খেলা করছিল। একপর্যায়ে তারা নদীতে পড়ে যায়। বেলা ১০টায় একটি শিশুর লাশ ভাসতে দেখে উদ্ধারকালে আরও একটি লাশ ভেসে ওঠে। মৃতের পরিবারের লোকজন তাদের সন্তান বলে শনাক্ত করে। দুই শিশুর লাশ উদ্ধারের পর এলাকার পরিবেশ ভারি হয়ে ওঠে।

এদিকে চট্টগ্রামের হাটহাজারীতে পানিতে ডুবে জয়নাল আবেদীন বিল্লাল নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার বিকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের আলাওল দিঘি আমির শাহ ফকীর মাজার পুকুর থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। বিল্লাল সওদাগর বাড়ির আনোয়ার হোসেনের ছেলে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম