ভেড়ামারায় ধানের শীষ প্রার্থীর বাসভবনে হামলা
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০১৮, ০৪:৩৯ পিএম
ধানের শীষ প্রতীকের প্রার্থী আহসান হাবীব লিংকন
|
ফলো করুন |
|
|---|---|
কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আহসান হাবীব লিংকনের বাসভবনে হামলা চালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভেড়ামারার দক্ষিণ রেলগেট এলাকার বাড়িতে হামলা চালানো হয়। এ সময় দুটি মোটরসাইকেল ভাঙচুর, গেট এবং গ্রিল ভাঙচুর করা হয়। ছিঁড়ে ফেলা হয় ধানের শীষের পোস্টার।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ হওয়ার পর মঙ্গলবারই প্রথম নির্বাচনী এলাকায় আসেন কুষ্টিয়া-২ ভেড়ামারা-মিরপুর আসনে জাতীয় ঐক্যফ্রন্টের জাতীয় পার্টি (জাফর) মনোনীত ধানের শীর্ষ প্রতীকের প্রার্থী আহসান হাবীব লিংকন। সারা দিন নির্বাচনী এলাকা মিরপুর উপজেলায় গণসংযোগ করার পর ভেড়ামারার দক্ষিণ রেলগেটের আহসান হাবীবের লিংকনের ভাইয়ের বাসভবন এবং তার নির্বাচনী কার্যালয়ে আসেন।
কিছু সময় সেখানে কাটিয়ে আবার ১২ মাইল এলাকার দিকে গণসংযোগে বের হলে তার বাসভবন এবং নির্বাচনী কার্যালয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় বাসভবনের দোতলায় লিংকনের ভাইয়ের পরিবারের কিছু লোকজন অবস্থান করছিলেন বলে সূত্র জানায়।
আহসান হাবীব লিংকন জানান, একদল দুর্বৃত্ত তার বাসভবনে হামলা চালিয়ে ২টি মোটরসাইকেল ভাঙচুর করার পর গেট এবং গ্রিল ভাঙচুর করে। এ সময় ধানের শীষ প্রতীকের পোস্টার ছিঁড়ে ফেলা হয়।
তিনি বলেন, আমার বাড়িতে হামলার বিষয়টি পরিকল্পিত।
