Logo
Logo
×

বাংলার মুখ

শরীয়তপুরে সংবাদ সম্মেলন

পৌর মেয়র ও আ’লীগ সভাপতির বাড়িতে হামলার অভিযোগ

Icon

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নির্বাচনী ২ এজেন্টের বাড়ির সামনে ও গাড়ির সামনে বোমা হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। নড়িয়া পৌর মেয়র শহিদুল ইসলাম বাবু রাঢ়ীর সম্মেলন কক্ষে শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্যে মেয়র শহিদুল ইসলাম বাবু রাঢ়ী বলেন, বৃহস্পতিবার রাতে জনসংযোগ শেষে বাড়ি ফেরার পথে পাইকপাড়া গ্রামের মাহমুদ খালাসীর বাড়ির কাছে পৌঁছলে বিএনপি-জামায়াত সমর্থিত নেতাকর্মীরা মেয়রকে লক্ষ করে ৩-৪টি ককটেল নিক্ষেপ করে। এতে ৫ জন আওয়ামী লীগের কর্মী আহত হয়। এ ঘটনায় বিএনপির ২৫ জনের নাম উল্লেখসহ আরও ২০-২৫ জন অজ্ঞাত ব্যক্তিদের নামে নড়িয়া থানায় মামলা করা হয়েছে। এছাড়া রাত ১২টার দিকে একই নির্বাচনী এলাকার সখিপুর থানা আওয়ামী লীগের সম্পাদক আতিকুর রহমান মানিক সরকারের বাড়িতে ৭টি ককটেল নিক্ষেপ করে। পুলিশ ঘটনাস্থল থেকে তাজা ৩টি ককটেল উদ্ধার করেছে। এ ঘটনায় আতিকুর রহমান মানিক সরকার বাদী হয়ে সখিপুর থানা যুবদলেল সভাপতি রজিব সরদারসহ ৫৬ জনের নাম উল্লেখ ও ২০-২৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে একটি মামলা করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম