পাকিস্তান ম্যাচে ফাটল মাথা, হাসপাতালে তারকা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০৪:৪৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার হকি ম্যাচের শুরুতেই বিপত্তি। খেলা শুরু হওয়ার মাত্র চার মিনিটে বাংলাদেশের বক্সে বল দখলের লড়াইয়ে পাকিস্তানের খেলোয়াড়ের স্টিক রোমান সরকারের মাথায় লাগে।
সঙ্গে সঙ্গে রক্ত বের হতে থাকে। স্টেডিয়ামে কর্তব্যরত চিকিৎসকরা ব্যান্ডেজ করে দেন। এরপরও রক্ত থামেনি। স্ট্রেচারে করে রোমান সরকারকে টার্ফ থেকে নেওয়া হয় নিকটস্থ হাসপাতালে।
রোমান ব্যথা পাওয়ার পর অ্যাকশনে যায় পাকিস্তান। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন পাকিস্তান অধিনায়ক আহমেদ বাট।
প্রথম কোয়ার্টারের শেষ মিনিটে বাংলাদেশ ২-২ এ সমতা আনে। রকির বাড়ানো বলে হুজায়ফা রিভার্স হিটে জোরালো শটে গোল করেন। শেষ পর্যন্ত ৮-২ গোলে জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে যায় পাকিস্তান।
এই জয়ে বিশ্বকাপ বাছাইপর্বে খেলার পথে এক পা এগিয়ে গেল সাবেক অলিম্পিক ও বিশ্বচ্যাম্পিয়নরা। পাকিস্তানের কাছে সর্বশেষ ২০২৩ সালে এশিয়ান গেমসে ৫-২ গোলে হেরেছিল বাংলাদেশ।
তিন ম্যাচ সিরিজের জয়ী দল বিশ্বকাপ বাছাইয়ে খেলবে।

