Logo
Logo
×

অন্যান্য

পাকিস্তানের কাছে বড় ব্যবধানে বাংলাদেশের হার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০৬:০৬ পিএম

পাকিস্তানের কাছে বড় ব্যবধানে বাংলাদেশের হার

বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ

বাংলাদেশ হকি দল এর আগে কখনো পাকিস্তানকে পরাজিত করতে পারেনি। বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ সিরিজে পাকিস্তানের কাছে হারা তাই প্রত্যাশিতই ছিল। তবে প্রথম ম্যাচে ৮-২ গোলে হেরে যাওয়া কারণে হারের ব্যথাটা বেশি অনুভূত হলো বাংলাদেশের।

প্রথম কোয়ার্টারে স্কোর ১-১ ছিল, কিন্তু দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ খেলা থেকে এক প্রকার ছিটকে যায়। এরপর খেলা যত এগোতে থাকে, পাকিস্তানের নিয়ন্ত্রণ তত বৃদ্ধি পায়। শুক্রবার (১৪ নভেম্বর) যদি পাকিস্তান দ্বিতীয় ম্যাচও জেতে, তবে তারা বিশ্বকাপ বাছাইপর্বে খেলার যোগ্য হবে। তখন তিন ম্যাচের সিরিজের তৃতীয় ম্যাচটি হবে শুধুই আনুষ্ঠানিকতা রক্ষার।

ম্যাচের চার মিনিটে বাংলাদেশের বিপক্ষে দুটি বড় ঘটনা ঘটে। পাকিস্তানের হিট ঠেকাতে গিয়ে রোমান সরকার মাথায় আঘাত পান এবং মাঠে লুটিয়ে পড়েন। ব্যান্ডেজের পরও রক্ত ঝরতে থাকে, তাই দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। একই সময় পেনাল্টি স্ট্রোক থেকে পাকিস্তান এগিয়ে যায় অধিনায়ক আম্মাদ শাকিল ভাটের গোলের মাধ্যমে। প্রথম কোয়ার্টারের শেষ মিনিটে হুজাইফা হোসেনের রিভার্স হিট দলের সমতা ফিরিয়ে আনে।

দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে নাদিম আহমেদ ফিল্ড গোলে পাকিস্তানকে এগিয়ে নেন। ২৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আফরাজ ব্যবধান বাড়ান এবং কোয়ার্টারের শেষের দিকে নিজের দ্বিতীয় গোলও করেন। তৃতীয় কোয়ার্টারে আল ঘাজানফার ও ওয়াহিদ রানা গোল করে পাকিস্তানকে বড় ব্যবধানের জয়ের পথে এগিয়ে নেন।

চতুর্থ কোয়ার্টারের শুরুতে শাহিদ হান্নানের ফিল্ড গোলে ব্যবধান আরও বাড়ে। ৫৬ মিনিটে নাদিম আহমেদ নিখুঁত হিটে পাকিস্তানকে ৮ গোলের শীর্ষে নিয়ে যান। ৫৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম বাংলাদেশের পরাজয়ের ব্যবধান কমান।

ঢাকায় প্রায় সাড়ে তিন বছর পর আন্তর্জাতিক হকি আসর অনুষ্ঠিত হলো। সাবেক তারকা খেলোয়াড়রা বাংলাদেশ-পাকিস্তান লড়াই দেখতে এসেছিলেন। জাতীয় দলের প্রাক্তন তারকা রফিকুল ইসলাম কামাল বলেন, ‘পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ব্যবধান স্পষ্ট। ছোটখাটো ভুলে ব্যবধান আরও বেড়ে গেছে।’

বাংলাদেশ দলের অধিনায়ক রেজাউল করিম বাবু বলেন, ‘রোমান দলের সবচেয়ে সিনিয়র খেলোয়াড়। তার মাঠ ছাড়াটা খেলায় প্রভাব ফেলেছে। আমরা পেনাল্টি কর্নারগুলো ঠিকভাবে কাজে লাগাতে পারিনি এবং কিছু ভুল করেছি। ফলে হারের ব্যবধান বেড়ে গেছে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম