Logo
Logo
×

খেলা

চট্টগ্রাম বিকেএসপি

একমাত্র স্কোয়াশ নিয়েই ‘ছোট্ট সংসার’

Icon

ইমন আল রশিদ উৎস, চট্টগ্রাম থেকে

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

একমাত্র স্কোয়াশ নিয়েই ‘ছোট্ট সংসার’

পরিকল্পনার অভাবে থমকে আছে দেশের দ্বিতীয় বৃহত্তম বিভাগটির বিকেএসপি। ছবি: যুগান্তর

ঢাকার অদূরে সাভারের জিরানীতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে জাতীয় পর্যায়ে নতুন অ্যাথলেট উঠে আসেন। কিন্তু একই কাঠামোয় গড়ে ওঠা বিকেএসপির চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্র যেন থেকেও নেই। দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা, সুযোগ-সুবিধার ঘাটতি আর স্থান সংকটে এখানকার কার্যক্রম চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে।

মাত্র তিন একর জায়গার ওপর প্রতিষ্ঠিত এই কেন্দ্রটিতে এখন টিকে আছে শুধু একটি ডিসিপ্লিন-স্কোয়াশ। একসময় কাবাডি ও বাস্কেটবল হলেও জায়গার অভাব ও অপর্যাপ্ত সুযোগ-সুবিধার কারণে এ দুটি খেলা বন্ধ হয়ে গেছে।

চট্টগ্রাম বিকেএসপির উপপরিচালক মো. মতিউর রহমান বিষয়টি ব্যাখ্যা করে বলেন, ‘আমাদের বিকেএসপি খুবই ছোট। সুযোগ-সুবিধাও কম। তাই বাস্কেটবলের জুনিয়ররা ঢাকায় এবং কাবাডি বরিশালে চলে গেছে। ভবিষ্যতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চাইলে অন্য কোনো গেম চালু করতে পারে।’ ২০০৫ সালে চট্টগ্রাম বিকেএসপির যাত্রা শুরু। ২০১৭ সালে যুক্ত হয় ক্রিকেট ডিসিপ্লিন।

বাণিজ্যিক শহর হলেও চট্টগ্রামকে বলা হয় ক্রিকেটপ্রেমের রাজধানী। আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নুদের পর নাফিস ইকবাল, আফতাব আহমেদ, তামিম ইকবালদের মতো তারকা ক্রিকেটার উঠে এসেছেন চট্টগ্রাম থেকে। অথচ, এখানকার জনপ্রিয় ক্রিকেট ডিসিপ্লিনও টেকেনি বেশিদিন।

কারণ হিসাবে উপপরিচালক মতিউর রহমান বলেন, ‘অন্যান্য বিকেএসপিতে সুযোগ-সুবিধা বেশি। তাই কর্তৃপক্ষ ক্রিকেট অন্যত্র সরিয়ে নিয়েছে। একজন ভালোমানের ক্রিকেটার তৈরি করতে হলে প্রয়োজন পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও মানসম্মত কোচিং।’

এখন পুরো কেন্দ্রটি চলছে স্কোয়াশকে কেন্দ্র করে। ১৮ জন শিক্ষার্থী নিয়ে এগিয়ে যাচ্ছে কার্যক্রম। কিন্তু এখানেও একের পর এক সীমাবদ্ধতা। নেই আধুনিক জিম, আন্তর্জাতিকমানের কোর্ট। অনূর্ধ্ব-১৯ দলে খেলা এই কেন্দ্রের এক শিক্ষার্থী জানান, ‘আমাদের জন্য জিম খুবই গুরুত্বপূর্ণ। জিম না থাকায় অনেক প্লেয়ার নিয়মিত ইনজুরিতে পড়ছে।’ স্কোয়াশ কোর্ট নিয়েও রয়েছে হতাশা।

তিনি আরও বলেন, ‘এখানে দুটি কোর্ট আছে। খেলোয়াড়ের সংখ্যার তুলনায় আরও কোর্ট দরকার। বাইরে গ্লাস কোর্ট দেখি। কিন্তু বাংলাদেশে একটি গ্লাস কোর্টও নেই।’ সম্ভাবনার দিক থেকে পিছিয়ে নেই চট্টগ্রাম। কিন্তু স্থান সম্প্রসারণ, আধুনিক অবকাঠামো আর উপযুক্ত পরিকল্পনার অভাবে দেশের দ্বিতীয় বৃহত্তম বিভাগটির বিকেএসপি যেন থমকে আছে। জাতীয় পর্যায়ে খেলোয়াড় সরবরাহের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের উন্নয়ন তাই এখন সময়ের দাবি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম