Logo
Logo
×

খেলা

লড়াই করেও হেরে গেল বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৩ পিএম

লড়াই করেও হেরে গেল বাংলাদেশ

দুর্দান্ত লড়াইয়ের পরও হেরে গেলো বাংলাদেশ যুব হকি দল। যুব হকি বিশ্বকাপের গত আসরের রানার্স আপ ফ্রান্সের কাছে ৩-২ গোলের ব্যবধানে হেরে যায় লাল সবুজের দল। 

বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল যুব হকি বিশ্বকাপে দুর্দান্ত খেলছে। প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-৫ গোলে হেরেছিল। পরের ম্যাচে আরেক কঠিন প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ৩ গোলে পিছিয়ে থেকেও সমতা আনে আমিরুলের হ্যাটট্রিকে। আজ রানার্স আপ ফ্রান্সের ঘাম ছুটিয়েছেন সামিনরা। 

চেন্নাইয়ের রাধাকৃষ্ণ স্টেডিয়ামে প্রথম কোয়ার্টারে ৬ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ফ্রান্স লিড নেয়। ঐ কোয়ার্টারে আর ফ্রান্স গোল করতে পারেনি। ২৭ মিনিটে আব্দুল্লাহ ফিল্ড গোল করে বাংলাদেশকে সমতা এনে দেন। ১-১ স্কোরলাইনে দুই দল ড্রেসিংরুমে ফিরে মধ্য বিরতিতে। 

তৃতীয় কোয়ার্টারের প্রথম মিনিটে ফ্রান্স আবার লিড নেয়। ছয় মিনিট পর আরেকটি গোল করে ফ্রান্স স্কোরলাইন ৩-১ করে। চতুর্থ কোয়ার্টারে বাংলাদেশ গোলের জন্য মরিয়া ছিল। ৫৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম গোল করলে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা ফেরে। বাকি ছয় মিনিট বাংলাদেশ সমতা আনার চেষ্টা করেছিল। শেষ পর্যন্ত ৩-২ স্কোরলাইনে ম্যাচ শেষ হয়। 

বাংলাদেশ গ্রুপ পর্বে তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট পেয়েছে। যে কারণে পরবর্তী রাউন্ডে খেলা হচ্ছে না। 

তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচের ম্যাচ সেরা বাংলাদেশের আমিরুল। তিন ম্যাচে বাংলাদেশ আট গোল করেছে। আট গোলের মধ্যে সাত গোলই আমিরুলের। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম