আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের কোয়ার্টারে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জের তৃতীয় দিনে একক ইভেন্টে ব্যর্থ হলেও দ্বৈত ও মিশ্র দ্বৈতে স্বাগতিক বাংলাদেশের শাটলাররা দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছেন। বিশেষ করে পুরুষ দ্বৈতে আল আমিন জুমার–মোয়াজ্জেম হোসেন অহিদুল এবং মাসুদ আহমেদ–সাদাকাত রবিন জুটি চমৎকার খেলায় প্রি-কোয়ার্টার ফাইনাল অতিক্রম করে শেষ আটে জায়গা করে নিয়েছে।
জুমার–অহিদুল জুটি ভারতের ডেভার্ট মান ও সৌরভ নাইনকে তিন সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২১-১৯, ১৭-২১ ও ২১-১৪ পয়েন্টে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে ওঠে। অন্যদিকে মাসুদ–রবিন জুটির প্রতিপক্ষ ছিল মালয়েশিয়ার লিউ ওয়েন জি ও জিয়া লি তান। প্রথম সেটে ২১-১৪ পয়েন্টে হেরে গেলেও পরের দুই সেটে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ২১-১৪ ও ২১-১৭ পয়েন্টে জয় তুলে নেয় বাংলাদেশের এই জুটি। শুক্রবার কোয়ার্টার ফাইনালে লড়াইয়ে নামবে তারা।
পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক টুর্নামেন্টে জুমার–অহিদুল জুটি এর আগেও ভালো পারফরম্যান্সের নজির রেখেছে। সম্প্রতি কানাডায় অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় তারা ব্রোঞ্জ পদক জিতে দেশে ফেরে। প্রায় এক বছর ধরে একসঙ্গে খেলা এই জুটি ঘরের মাঠেও নিজেদের দক্ষতার প্রমাণ দিচ্ছে।
ভারতের বিপক্ষে ম্যাচে প্রথম সেটে মাত্র দুই পয়েন্টের ব্যবধানে জয় পায় জুমার–অহিদুল। দ্বিতীয় সেট হারলেও তৃতীয় সেটে বড় ব্যবধানে এগিয়ে যায় তারা। ম্যাচের মাঝপথে অহিদুল ইনজুরিতে পড়লেও খুঁড়িয়ে খুঁড়িয়ে খেলেই শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেন। ম্যাচ শেষে জুমার জানান, ঘরের মাঠে স্বর্ণ জয়ের লক্ষ্য নিয়েই তারা এগোচ্ছেন এবং সবার দোয়া কামনা করেন।
দিনাজপুর আলোরা শাটলার একাডেমি থেকে উঠে আসা মাসুদ–রবিন জুটিও মালয়েশিয়ার বিপক্ষে জয় পেয়ে উচ্ছ্বসিত। তারা জানান, কোয়ার্টার ফাইনালেও জয়ের লক্ষ্যেই কোর্টে নামবেন।
তবে সব ইভেন্টে সুখবর আসেনি বাংলাদেশের জন্য। পুরুষ দ্বৈতে মোস্তাফিজুর রহমান লিপটন–রাফিউল রাইদ জুটি ভিয়েতনামের বুই দ্যান ও নুয়েন ডাকের কাছে পরাজিত হয়। রাহাতুন নাঈম–মিজানুর রহমান জুটিও ভারতের স্বস্তিক মাথারাসান–গোকুলের বিপক্ষে হেরে যায়। নারী দ্বৈতে ডালিয়া–মাথিনা জুটি গ্রেট ব্রিটেনের প্রতিযোগীদের কাছে পরাজিত হয়, একই পরিণতি হয় রেশমা–বৃষ্টি জুটির। মিশ্র দ্বৈতেও সিফাত উল্লাহ–বৃষ্টি খাতুন জুটি ভারতের বিপক্ষে জয় পায়নি।
সব মিলিয়ে তৃতীয় দিনে দ্বৈত ইভেন্টে বাংলাদেশের কিছু জুটি আশার আলো দেখালেও একাধিক ইভেন্টে বিদায় নিতে হয়েছে স্বাগতিকদের।

