জুঁইয়ের চোখে এখন বড় স্বপ্ন— সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় বয়সভিত্তিক সাঁতারে আগেরদিন ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে এক মিনিট ২৭.৪৪ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জিতে নিজের আগমনী বার্তা ঘোষণা করে বিকেএসপির সাঁতারু জুঁই আক্তার। বৃহস্পতিবারও পুলে ঝড় তুলে আরও তিনটি ইভেন্টে স্বর্ণ জিতে সেরা সাঁতারু হওয়ার লড়াইয়ে এগিয়ে গেল জুঁই।
৪০০ মিটার ইনডিভিজুয়াল মিডলসহ দুটি ইভেন্টে স্বর্ণ জিতেছে বিকেএসপির এই সাঁতারু। দুদিনে চার ইভেন্টেই বাজিমাত করেছে জাতীয় বয়সভিত্তিক সাঁতারে চতুর্থবার অংশ নেওয়া জুঁই। কাল ৪০০ মিটার ইন্ডিভিজুয়াল রিলেতে ৬ মিনিট ২.২৬ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ, ৮০০ মিটার ফ্রিস্টাইলে ১১ মিনিট ২০.৪৭ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ এবং ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে তিন মিনিট ৬.২৬ সেকেন্ডে স্বর্ণপদক জেতেন জুঁই।
শিলা আপুর পর আর কোনো সাঁতারু স্বর্ণ জিততে পারেননি। আমি শিলা আপুর মতো ভালো খেলে দেশের জন্য স্বর্ণ জিততে চাই।
জুঁই আক্তার, সাঁতারু
এটাই শেষ নয়। এবারের আসরে চারদিনে সাতটি ইভেন্টে অংশ নেবে সে। সাতটিতেই স্বর্ণ জেতার পাশাপাশি প্রতিযোগিতার সেরা সাঁতারু হতে চায় কুষ্টিয়া থেকে উঠে আসা এই সাঁতারু।
জুঁইয়ের কথায়, ‘এবার সেরা সাঁতারু হতে চাই। যদিও মিম (মাইশা আক্তার) আমার থেকে অনেক ভালো খেলছে। এসএসসি পরীক্ষার কারণে খুব বেশি ভালো টাইমিং করতে পারিনি। সামনে আমি আশাবাদী।’
সবশেষ ২০১৬ সালে গুয়াহাটি এসএ গেমস থেকে স্বর্ণ এসেছিল বাংলাদেশের। ভারতের সেই আসরে শিলার স্বর্ণ জেতার পর আর কেউ পারেননি স্বপ্ন পূরণ করতে। সুযোগ পেলে দেশের হয়ে সাফে স্বর্ণ জিততে চান জুঁই, ‘শিলা আপুর পর আর কোনো সাঁতারু স্বর্ণ জিততে পারেননি। আমি শিলা আপুর মতো ভালো খেলে দেশের জন্য স্বর্ণ জিততে চাই।’
৪০০ মিটার ইন্ডিভিজুয়াল রিলেতে ৬ মিনিট ২.২৬ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ, ৮০০ মিটার ফ্রিস্টাইলে ১১ মিনিট ২০.৪৭ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ এবং ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে তিন মিনিট ৬.২৬ সেকেন্ডে স্বর্ণপদক জেতেন জুঁই।
এদিকে জাতীয় বয়সভিত্তিক সাঁতারে আগেরদিন নতুন রেকর্ড গড়েছিল বিকেএসপির মাইশা আক্তার। কাল আরেকটি নতুন রেকর্ড হয়েছে ডাইভিংয়ে। এই রেকর্ডের মালিকও বিকেএসপির ছাত্র মেহেদী হাসান। এক মিটার স্প্রিং বোর্ড ডাইভিংয়ে ৩০০.৬ পয়েন্ট নিয়ে এই রেকর্ড গড়ে সে।
গত বছর ২৭৫.৮৫ পয়েন্ট নিয়ে আগের রেকর্ডটি গড়েছিল একই সংস্থার মোহাম্মদ হোসাইন। দ্বিতীয় দিনের খেলা শেষে ৩৪টি স্বর্ণ, ৩৫টি রুপা ও ১৪টি ব্রোঞ্জ জিতে পদক তালিকার শীর্ষে রয়েছে বিকেএসপি।
