Logo
Logo
×

খেলা

পুলিশ কুস্তি ও বক্সিংয়ে ডিএমপি চ্যাম্পিয়ন

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ০৭:৪৬ পিএম

পুলিশ কুস্তি ও বক্সিংয়ে ডিএমপি চ্যাম্পিয়ন

ছবি: সৌজন্য

বাংলাদেশ পুলিশ কুস্তি ও বক্সিং চ্যাম্পিয়নশিপ-২০২৪ এর চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ জুলাই) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

চূড়ান্ত প্রতিযোগিতায় চমৎকার ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে পুরুষ ও নারী বিভাগে কুস্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) চ্যাম্পিয়ন ও চট্টগ্রাম রেঞ্জ রানারআপ এবং বক্সিংয়ে ডিএমপি চ্যাম্পিয়ন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) রানারআপ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইজিপি বাহারুল আলম। তিনি চূড়ান্ত প্রতিযোগিতা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) ও বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিক্স, কুস্তি, বক্সিং, শরীরগঠন ও ভারোত্তোলন ক্লাবের সভাপতি মোসলেহ উদ্দিন আহমদ।

আইজিপি তার বক্তব্যে বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে অনবদ্য অবদান রাখা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ পুলিশের ক্রীড়াবিদদের সাফল্যজনক অংশগ্রহণের জন্য অভিনন্দন জানান। কুস্তি ও বক্সিংয়ের মতো খেলা পুলিশ সদস্যদের মানসিক দৃঢ়তা ও শারীরিক সক্ষমতা বাড়াতেও সহায়ক ভূমিকা রাখে। তিনি পুলিশের ক্রীড়া ক্লাবগুলোর সাথে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং তার পক্ষ থেকে পুলিশ ক্রীড়াবিদদের জন্য সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।

অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, খেলোয়াড়, কোচ, কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, বাংলাদেশ পুলিশ কুস্তি ও বক্সিং চ্যাম্পিয়নশিপ-২০২৪ এ বিভিন্ন ইউনিটের মোট ৮৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম