Logo
Logo
×

খেলা

অনিশ্চয়তা কাটল, নেপাল থেকে ঢাকায় ফিরছে বাংলাদেশ দল

Icon

ওমর ফারুক রুবেল, কাঠমান্ডু থেকে

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৭ এএম

অনিশ্চয়তা কাটল, নেপাল থেকে ঢাকায় ফিরছে বাংলাদেশ দল

নেপালে জেন-জি’র গণ-অভ্যুত্থানের পর চলছে কারফিউ। রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী। হোটেলে অবরুদ্ধ জামাল ভূঁইয়ারা। দেশে ফেরার অপেক্ষায় সবাই। শেষ পর্যন্ত সুখবর পাওয়া গেছে। বাংলাদেশ জাতীয় ফুটবল দল আজ দেশে ফিরবে। বাফুফে অনেক চেষ্টা করে অবশেষে দলকে ফিরিয়ে আনছে।

এর আগে নেপালে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর শোয়েব আবদুল্লাহ বলেন, ‘আমরা সার্বক্ষণিক জাতীয় ফুটবল দলের সঙ্গে যোগাযোগ রেখেছি। বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গেও কথা হয়েছে। ত্রিভুবন বিমানবন্দর খুলে দেওয়ার পর কাঠমান্ডুতে অবরুদ্ধ জাতীয় ফুটবল দলের সদস্যদের দেশে ফেরত পাঠানো হবে।’

এদিকে এই কদিন অনিশ্চয়তার মাঝেও নিজেদের ফিটনেস নিয়ে কাজ করেছেন ফুটবলাররা। বুধবারও টিম হোটেলে সবাই ঘাম ঝরিয়েছেন। বাংলাদেশ দলের সবশেষ অবস্থার তথ্য জানিয়ে মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব বলেন, ‘বাংলাদেশ জাতীয় ফুটবল দল বেলা ১১টা থেকে টিম হোটেলে জিম সেশন করেছে। দল নিরাপদে রয়েছে। খেলোয়াড়রা সুস্থ আছেন।’

ঢাকায় ফেরার খবর নিশ্চিত হওয়ার আগে মিডফিল্ডার সোহেল রানা বলেন, ‘আগের চেয়ে আমাদের অবস্থা ভালো। এখন পরিবেশ শান্ত। কোনো ঝামেলা হচ্ছে না। পরিবারের সঙ্গে যোগাযোগ হচ্ছে। তারা এখন আর টেনশন করছে না। আমরা জিম করছি। বাফুফে সভাপতি ও ক্রীড়া উপদেষ্টা চেষ্টা করছেন আমাদের দেশে ফিরিয়ে নিতে। এ নিয়ে সবাই কাজ করছেন।’

ঘটনাপ্রবাহ: নেপালে জেন জি বিক্ষোভ


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম