Logo
Logo
×

খেলা

ওমানের বিপক্ষে কেমন হবে পাকিস্তানের একাদশ?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৫ পিএম

ওমানের বিপক্ষে কেমন হবে পাকিস্তানের একাদশ?

সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজ জয়ের পর এবার এশিয়া কাপ ২০২৫–এ নামছে পাকিস্তান। আগা সালমানের নেতৃত্বে পাকিস্তান খেলবে গ্রুপ–এ। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ ভারত, ওমান এবং স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের প্রতিদ্বন্দ্বী ওমান।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ নিয়ে চলছে নানা আলোচনা। ওপেনিংয়ে সাইম আইয়ুব ও সাহিবজাদা ফারহানকে দেখা যেতে পারে। ফারহানকে দলে আনা হয়েছে বাবর আজমের পরিবর্তে। তিনি পিএসএল–এ দুর্দান্ত ফর্মে থাকলেও সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজে ব্যাট হাতে ব্যর্থ হন। সেখানে তার রান ছিল মাত্র ৬৩, গড় ছিল ১২.৬০। তবুও তাকে বাদ দেওয়ার সম্ভাবনা কম। কারণ তার আক্রমণাত্মক ব্যাটিং ভঙ্গি দলের আধুনিক টি–টোয়েন্টি কৌশলের সঙ্গে মানানসই।

তিনে আসবেন ফখর জামান। তিনি স্পিন বোলিংয়ের বিপক্ষে দারুণ খেলেন। গত সিরিজে তিনি করেছেন ১৫৫ রান, গড় ছিল ৩৮.৭৫ এবং স্ট্রাইক রেট ছিল ১৩৮.৩৯। এজন্য তাকে ওপেনিংয়ে না তুলে তিন নম্বরে রাখা হচ্ছে।

মাঝের সারিতে থাকবেন অধিনায়ক আগা সালমান, হাসান নওয়াজ, মোহাম্মদ হারিস ও মোহাম্মদ নওয়াজ। সালমান এ বছর টি–টোয়েন্টিতে করেছেন ৪৩৯ রান, গড় ৩৩.৭৭। হাসান নওয়াজও ফর্মে আছেন, ১৯ ইনিংসে করেছেন ৪৩২ রান, স্ট্রাইক রেট ১৬৭.৪। তবে ব্যাট হাতে ধারাবাহিক ব্যর্থতার কারণে মোহাম্মদ হারিসকে নিয়ে উদ্বেগ রয়েছে। তবুও তাকে বাদ দেওয়া কঠিন, কারণ দলে বিকল্প উইকেটকিপার নেই।

অলরাউন্ডার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন মোহাম্মদ নওয়াজ। তিনি সাম্প্রতিক সিরিজে ব্যাট ও বলে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন।

বোলিং আক্রমণে থাকবেন শাহীন আফ্রিদি ও হারিস রউফ। শাহীন নতুন বলে বিপজ্জনক, অন্যদিকে রউফ মাঝের ওভারে নিয়মিত উইকেট নেন। তৃতীয় পেসার হিসেবে ফাহিম আশরাফকে নেওয়ার সম্ভাবনা বেশি।

স্পিন বিভাগে মোহাম্মদ নওয়াজ থাকছেন অলরাউন্ডার হিসেবে। আর বিশেষজ্ঞ স্পিনার হিসেবে সুফিয়ান মুকিমের চেয়ে এগিয়ে আছেন আবরার আহমেদ। তিনি সাম্প্রতিক সিরিজে মাত্র ৩.২৫ ইকোনমি রেটে নিয়েছেন ৬ উইকেট।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ– সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, ফখর জামান, আগা সালমান, হাসান নওয়াজ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ

ঘটনাপ্রবাহ: এশিয়া কাপ ২০২৫


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম