Logo
Logo
×

খেলা

তানজিমকে ‘ওয়ার্ল্ড ক্লাস’ বোলার বললেন ভারতীয় তারকা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১২ পিএম

তানজিমকে ‘ওয়ার্ল্ড ক্লাস’ বোলার বললেন ভারতীয় তারকা

জাতীয় দলে অভিষেকের পর দুর্দান্ত পারফরম্যান্সে বাংলাদেশ দলের নিয়মিত সদস্য হয়ে আছেন তানজিম হাসান সাকিব। তরুণ এই পেস বোলারের ভূঁয়সী প্রশংসা করেছেন ভারতীয় সাবেক তারকা মুরালি।

ভারতের হয়ে তিন ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেট খেলা মুরালি মনে করেন, তানজিম সাকিবের বোলিংয়ে একজন পেসারের আদর্শ সব গুণাবলি রয়েছে। তার বোলিংয়ে দেখছেন ‘ওয়ার্ল্ড ক্লাস’ উপাদান। 

সাকিবের প্রশংসা করে তিনি বলেন, ‘তানজিমের বড় ভক্ত আমি। তার বোলিংয়ে এমন কিছু আছে যা ওয়ার্ল্ড ক্লাস। আন্তর্জাতিক ক্রিকেটে পেস বোলারের যে আগ্রাসী মনোভাব থাকা উচিৎ তা তার আছে।’

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের কোন একজন ক্রিকেটার ভালো করতে পারেন, সঞ্চালক তা জানতে চাইলে মুরালি নাম নেন মুস্তাফিজের, ‘অবশ্যই মুস্তাফিজুর রহমান। তার বোলিং মোকাবিলা করা আফগানিস্তানের পক্ষে কঠিন হবে।’

বিশ্লেষক সাইমন ডুল জাকের আলী অনিককেই দেখছেন বেশি সম্ভাবনাময়। ডুল বলেন, ‘জাকেরের সাম্প্রতিক পারফরম্যান্স খুবই ভালো। আফগানিস্তানের বিপক্ষে সে একটি ভালো ইনিংস উপহার দিবে আশা করা যায়।’

ঘটনাপ্রবাহ: এশিয়া কাপ ২০২৫


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম