Logo
Logo
×

খেলা

জামাই আফ্রিদির কাণ্ডে রেগে আগুন শ্বশুর আফ্রিদি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৭ এএম

জামাই আফ্রিদির কাণ্ডে রেগে আগুন শ্বশুর আফ্রিদি

জামাইয়ের ওপর অসন্তুষ্ট শ্বশুর। আরও সহজ করে বললে, জামাই শাহিন আফ্রিদির খেলায় নাখোশ শ্বশুর শহীদ আফ্রিদি। রোববার এশিয়া কাপে ভারতের বিপক্ষে সাত উইকেটে হেরে যাওয়া ম্যাচে ১৬ বলে চারটি ছক্কাসহ ৩৩ রান করেন শাহিন আফ্রিদি। কিন্তু বল হাতে কোনো উইকেট পাননি তিনি। এখানেই আপত্তি সাবেক পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদির। তার মতে, যার যেটা কাজ সেটাই তার করা উচিত। অর্থাৎ, শাহিনের মূল পরিচয় তিনি একজন বোলার। উইকেট নেওয়াই তার আসল কাজ।

শহীদ আফ্রিদি বলেন, ‘এটা ঠিক যে, শাহিন রান করল বলেই আমরা ১০০ পেরিয়েছি। কিন্তু শাহিনকে কি দলে নেওয়া হয়েছে শুধু নিচের দিকে কিছু রান করার জন্য? আমি ওর কাছ থেকে রান চাই। তবে তারচেয়ে বেশি চাই শাহিন ভালো বল করুক। একইভাবে সাইম আইয়ুব বল করার বদলে রান করুক। শাহিনকে বুঝতে হবে, ওর কাজ হলো বল সুইং করানো। কীভাবে উইকেট তুলতে হবে, সেটা ঠিক করুক। নিজের বোলিং পরিকল্পনা নিয়ে সাবধান হোক।’

আফ্রিদির সংযোজন, ‘শাহিনকে শুরুতে উইকেট পেতে হলে মনস্তাত্ত্বিক যুদ্ধে জিততে হবে। আমি চাই ও পাকিস্তানকে বল করে জেতাক।’ এখানেই শেষ নয়। নিজের দেশের ক্রিকেট পরিকাঠামোকে ‘তৃতীয় শ্রেণির’ বলে কটাক্ষ করেছেন আফ্রিদি।

ঘটনাপ্রবাহ: এশিয়া কাপ ২০২৫


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম